Intelligence Bureau Junior Officer Recruitment 2023- রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে-
Intelligence Bureau Junior Officer Recruitment 2023
নিয়োগকারী সংস্থা | Intelligence Bureau |
পদের নাম | Junior Intelligence Officer |
কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে নতুন কর্মী নিয়োগ বিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি/ডিপ্লোমা পাশ করে থাকতে হবে Electronics & Telecommunication & Communication/Electrical & Electronics/IT/Computer Science & Engineering বিষয়ে তাহলে আবেদন করতে পারবেন।
বেতন:
উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে 25,000/- টাকা থেকে 81,100/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আরও পড়ুন-
- WB Social Welfare Recruitment 2023
- WB DCPU Recruitment 2023 Notification
- CRPF Constable Recruitment 2023
শূন্যপদ:
উক্ত পদে মোট 797 টি (UR-325, EWS-79, OBC-215, SC-119, ST-59) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে|
বয়সসীমা:
প্রার্থীদের বয়স 18 বছর থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST -শ্রেণির প্রার্থীরা 5 বছর এবং OBC -শ্রেণির প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবেন।
আবেদন ফি:
UR/OBC -শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে 500/- টাকা এবং SC/ST/PWD – প্রার্থীদের ক্ষেত্রে 50/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে।
[ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি ফি প্রদান করুন]
নিয়োগ পদ্ধতি:
আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
আবেদন শুরু:
3রা জুন 2023 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
আবেদন চলবে:
আগামী 23শে জুন 2023 পর্যন্ত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন।
Intelligence Bureau Junior Officer Recruitment 2023 Important Links
Official Website | Click Here |
অফিসিয়াল নোটিশ | Download |
Join Our Telegram Group | Join |