IGI Aviation Service Recruitment 2023 – এয়ারপোর্টে কাস্টমার সার্ভিস পদে প্রচুর কর্মী নিয়োগ

IGI Aviation Service Recruitment 2023 - এয়ারপোর্টে কাস্টমার সার্ভিস পদে প্রচুর কর্মী নিয়োগ
IGI Aviation Service Recruitment 2023 - এয়ারপোর্টে কাস্টমার সার্ভিস পদে প্রচুর কর্মী নিয়োগ

IGI Aviation Service Recruitment 2023: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর – IGI Aviation Service -এর পক্ষ থেকে ভারতের বিভিন্ন এয়ারপোর্টে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে-

IGI Aviation Service Recruitment 2023

নোটিশ নাম্বার:03/IGIAS
নিয়োগকারী সংস্থা:IGI Aviation Service PVT LTD

এয়ারপোর্টে কাস্টমার সার্ভিস পদে প্রচুর কর্মী নিয়োগ বিশদ দেখুন

পদের নাম:

Customar Service Agent

শিক্ষাগত যোগ্যতা:

যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা:

প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন।

বেতন:

উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে 25,000/- টাকা থেকে 35,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

শূন্যপদ:

উক্ত পদে মোট 1,086 টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

নিয়োগ পদ্ধতি:

আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে। পরীক্ষার প্রশ্ন হিন্দি এবং ইংরেজিতে থাকবে। মোট 100 নাম্বারের পরীক্ষা হবে যার সময়সীমা থাকবে 90 মিনিট। পরীক্ষার সিলেবাস অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। লিখিত পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।

আরও পড়ুন-

পরীক্ষার স্থান:

পশ্চিমবঙ্গে কলকাতা এবং শিলিগুড়িতে পরীক্ষা কেন্দ্র থাকবে।

প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

আবেদন চলবে:

আগামী ২১শে জুন ২০২৩ পর্যন্ত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন।

Important Links
Official NoticeDownload Now
Apply OnlineClick Here
Join Telegram GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here