ICMR – রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকারি হাসপাতালে মাধ্যমিক পাশে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে-
ICMR – NIREH Recruitment 2023
নোটিশ নাম্বার: NIREH/HR/2023/05
১) পদের নাম: Technician – I
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৪% নাম্বার পেয়ে বিজ্ঞান বিভাগে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকতে এবং সাথে অন্তত ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে Medical Laboratory Technology/Computer/Statistics বিষয়ে তাহলে আবেদন করতে পারবেন।
শূন্যপদ সংখ্যা:
উক্ত পদে মোট ২০ জন (SC-04, ST-02, OBC-05, UR-07, EWS-02) কর্মী নিয়োগ করানো হবে।
বেতন:
প্রার্থীদের প্রতি মাসে পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা:
১৫/০৭/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা (SC/ST/OBC/PH) সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
২) পদের নাম: Multi-Tasking Staff (MTS)
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
শূন্যপদ সংখ্যা:
উক্ত পদে মোট ৮ জন (UR-04, OBC-02, EWS-01, ST-01, ESM-02, PWD-01) কর্মী নিয়োগ করানো হবে।
আরও পড়ুন-
বেতন:
প্রার্থীদের প্রতি মাসে পে লেভেল ১ অনুযায়ী ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা:
১৫/০৭/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা (SC/ST/OBC/PH) সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
আবেদন ফি:
প্রার্থীদের ৩০০/- টাকা বাবদ আবেদন ফি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে, যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সম্পুর্ন উল্লেখ করা হয়েছে। তবে SC/ST/PWD/Women প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে সেটিকে সঠিক ভাবে পূরণ করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:
THE DIRECTOR, ICMR-NATIONAL FOR RESEARCH IN ENVIRONMENTAL HEALTH, BHAURI BYPASS ROAD, BHOPAL – 462 030.
আবেদন চলবে:
আগামী ১৫ই জুলাই ২০২৩ তারিখের মধ্যে আবেদন পত্র সঠিক ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন
ICMR Important Links
Official Notice | Download Now |
Application Form | Download Now |
Website Link | Click Here |