IBPS RRB XII Recruitment 2023 – পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের প্রচুর কর্মী নিয়োগ

IBPS RRB XII Recruitment 2023 - পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের প্রচুর কর্মী নিয়োগ
IBPS RRB XII Recruitment 2023 - পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের প্রচুর কর্মী নিয়োগ

IBPS RRB XII Recruitment 2023- রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গে গ্রামীণ ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে-

IBPS RRB XII Recruitment 2023

১) পদের নাম :- Office Assistant

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

শূন্যপদ :- ৫,৫৩৮ টি।

২) পদের নাম :- Officer Scale – I

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

শূন্যপদ :- ২,৪৮৫ টি।

৩) পদের নাম :- Officer Scale – II General Banking Officer

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর পেয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সাথে ২ বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকতে হবে।

শূন্যপদ :- ৩৩২ টি।

৪) পদের নাম :- Officer Scale – II Information Technology Officer

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Electronics/Communication/Computer Science/Information Technology বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সাথে ১ বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকতে হবে।

শূন্যপদ :- ৬৭ টি।

৫) পদের নাম :- Officer Scale – II Chartered Accountant

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে CA (Chartered Accountant) পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সাথে ১ বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকতে হবে।

শূন্যপদ :- ২১ টি।

৬) পদের নাম :- Officer Scale – II Law Officer

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইন (LLB) বিষয়ে ৫০ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সাথে ২ বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকতে হবে।

শূন্যপদ :- ২৪ টি।

৭) পদের নাম :- Treasury Officer Scale – II

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে CA/MBA পাশ করে থাকতে হবে Finance বিষয়ে। সাথে ১ বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকতে হবে।

শূন্যপদ :- ৮ টি।

৮) পদের নাম :- Marketing Officer Scale – II

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBA ডিগ্রি পাশ করে থাকতে হবে। সাথে ১ বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকতে হবে।

শূন্যপদ :- ৩ টি।

আরও পড়ুন-

৯) পদের নাম :- Agriculture Officer Scale – II

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Agriculture/Horticulture/Dairy/Animal/Veterinary Science গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সাথে ২ বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকতে হবে।

শূন্যপদ :- ৬০ টি।

১০) পদের নাম :- Officer Scale – III

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর পেয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সাথে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকতে হবে।

শূন্যপদ :- ৭৩ টি।

IBPS RRB XII Recruitment বয়সসীমা:

৩১/০৫/২০২৩ তারিখ অনুযায়ী Office Assistant পদের ক্ষেত্রে ১৮-২৮ বছর, Officer Scale- I পদের ক্ষেত্রে ১৮-৩০ বছর, Senior Manager Officer Scale – III পদের ক্ষেত্রে ২১-৪০ ক্ষেত্রে ২১-৪০ বছর বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

IBPS RRB XII Recruitment নিয়োগ পদ্ধতি:

প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।

IBPS RRB XII Recruitment আবেদন ফি:

GEN/OBC – প্রার্থীদের ক্ষেত্রে ৮৫০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে, তবে SC/ST/PWBD প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে।

IBPS RRB XII Recruitment আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু:

১লা জুন ২০২৩।

আবেদন চলবে:

২১শে জুন ২০২৩।

প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন

Important Links
Official NoticeDownload Now
Apply OnlineClick Here
Join Telegram GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here