IBPS PO Recruitment 2024-25: ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখা সকল চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ! The Institute of Banking Personnel Selection (IBPS) এর মাধ্যমে ভারতের মোট দশটি ব্যাঙ্কে ৩০৪৯ টি প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন কোন ব্যাংকে কি পরিমান শূন্যপদ রয়েছে, কোন যোগ্যতায় করা যাবে এই আবেদন, এই প্রতিবেদনের মাধ্যমে নিচে আলোচনা করা হল।
IBPS PO Recruitment 2024-25
নিয়োগকারী সংস্থা | The Institute of Banking Personnel Selection (IBPS) |
Advertisement no. | CRP PO/MT-XIII for Vacancies of 2024-25 |
অফিসিয়াল ওয়েবসাইট | www.ibps.in |
মোট শূন্যপদ | ৩০৪৯ টি। |
আবেদন শুরু | ০১.০৮.২০২৩ |
আবেদন শেষ | ২১.০৮.২০২৩ |
পদের নাম:
Probationary Officer/Management Trainee
মোট শূন্যপদ:
৩০৪৯ টি।
ব্যাঙ্কভিত্তিক শূন্যপদের তালিকা
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারী চাকরিপ্রার্থীকে ২১.০৮.২০২৩ এর আগে সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে যেকোন শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে।
বয়স সীমা:
উক্ত পদে আবেদন করতে, ০১.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২০ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন:
এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন ব্যাঙ্ক অনুসারে ভিন্ন হয়ে থাকে।
নিয়োগ পদ্ধতি
- প্রিলিমিনারি পরীক্ষা (CBT)
- মেইন্স পরীক্ষা
- ইন্টারভিউ
আবেদন পদ্ধতি
ইচ্ছুক আবেদনকারীদের অফিসিয়াল ওয়েবসাইট- www.ibps.in তে গিয়ে, হোমপেজে থাকা বিজ্ঞপ্তি অপশনে ক্লিক করে অনলাইন ফর্ম ফিলাপের মাধ্যমে আবেদন জানাতে হবে (ইচ্ছুক প্রার্থীরা নিচে দেওয়া লিংকে ক্লিক করেও, সরাসরি আবেদন জানাতে পারবেন)। ফর্ম ফিলাপের পর আবেদন ফি জমা করে, ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে যত্ন সহকারে রেখে দিতে হবে।
আরও দেখুন- ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকে চাকরির সুযোগ
আবেদন মূল্য
বিজ্ঞপ্তিতে প্রকাশিত সমস্ত শূন্যপদে আবেদনের জন্য, Gen/ OBC/ EWS প্রার্থীদের মোট ৮৫০ টাকা জমা করতে হবে, তবে SC/ ST/PWD প্রার্থীদের মোট ১৭৫ টাকা আবেদন মূল্য অনলাইনে আবেদনের সময় জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক