ওয়ার্ডপ্রেস কি কেন শিখব – I will Learn why WordPress: বর্তমানে তথ্য-প্রযুক্তি ভিত্তিক চাকুরির চাহিদা দিন দিন বাড়ছে। যেমন আমাদের দেশীয় সফটওয়্যার ইন্ডাষ্ট্রিতে, বৈদেশিক আইটি ইন্ডাষ্ট্রিতে এবং ফ্রীল্যান্সিং মার্কেটপেস গুলোতে। ফ্রীল্যান্সিং মার্কেটপেস যেমন: ওডেস্ক, ফ্রীল্যান্স, গুরু ইত্যাদি সাইটগুলো ভিজিট করলে দেখবেন, প্রতিদিন প্রচুর পরিমাণে ওয়ার্ডপ্রেস সাইট বিল্ডিং ডেভেলপমেন্ট এবং কাস্টমাইজেশন এর কাজ পাওয়া যায়। কিন্তু বেশির ভাগ কাজই অ্যাডভান্সড লেভেল এর যেমন- ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন তৈরি । তাই তাদের কথা মাথায় রেখেই আমরা ওয়ার্ডপ্রেস কি কেন শিখব – I will Learn why WordPress এই নিয়ে আলোচনা করবো।
ওয়ার্ডপ্রেস কি ?
ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ওপেন সোর্স CMS (Content Management System) । ওয়ার্ডপ্রেস মূলত ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করা হয় । ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা সম্ভব ।
বর্তমানে বগিং -এ ওয়ার্ডপ্রেস বহুল ব্যবহৃত এবং সর্বাধিক জনপ্রিয় কনন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে কেউ প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই সহজে ডাইনামিক সাইট তৈরি করতে পারবে ।
তাছাড়া ওয়ার্ডপ্রেসের মাধ্যমে চাইলে বাংলা ভাষাতেও ওয়েবসাইট বা ব্লগ তৈরি করা যাবে । এই CMS সফটওয়্যারটি বিনামূল্যে ব্যবহার করা যায় । তাছাড়া এর সকল থিম, পাগইন বিনামূল্যে ব্যবহার করা যায় । ওয়ার্ডপ্রেসের সর্বশেষ ভার্সন ডাউনলোড করতে www.wordpress.org/download এখানে visit করুন ।
আরো পড়ুন- ওয়ার্ডপ্রেস সেট আপ
ওয়ার্ডপ্রেস এর ইতিহাস
ম্যাট মুলেন ওয়েগ 2003 সালের মে মাসে সর্ব প্রথম ওয়ার্ডপ্রেস প্রকাশ করে । এর পর থেকে বর্তমান সময় পর্যন্ত ওয়ার্ডপ্রেস খুব সফলতার সাথে চলে আসছে । তবে শুরুর দিকে ওয়ার্ডপ্রেস শুধু ব্লগিং এর জন্য ব্যবহার হলেও বর্তমানে নানা ধরনের ডাইনামিক ওয়েবসাইট তৈরিতেও ওয়ার্ডপ্রেস ব্যবহার হয়ে থাকে ।
আরো পড়ুন- Server কি ?
ওয়ার্ডপ্রেস সিএমএস-টি পিএইচপি ফ্রেমওয়ার্ক এবং মাইএসকিউএল ডেটাবেজ এর সমন্বিত রূপ । 2009 সালে ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম শেয়ার মার্কেট রিপোর্ট অনুযায়ী দেখা যায়-ওয়ার্ডপ্রেস অধিক জনপ্রিয়তা অর্জন করে ।
আর এভাবেই ওয়ার্ডপ্রেস সফলতার সাথে বর্তমান সময় পর্যন্ত চলে আসছে।
ওয়ার্ডপ্রেস এর সুবিধা
1. WordPress দিয়ে একটি ওয়েব সাইট তৈরি করা এবং রান করানো অনেক সহজ ।
2. ফ্রিল্যাসিং সাইট গুলোতে ওয়ার্ডপ্রেস এর অনেক কাজ পাওয়া যায় ।
3. ওয়ার্ড প্রেস best CMS Award প্রাপ্ত [2007, 2009]
4. বিশ্বের 202 মিলিয়ন এরও বেশি ওয়েব সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ।
5. Blog তৈরির জন্য সবচেয়ে ভাল CMS হচ্ছে WordPress ।
6. WordPress শিখার জন্য কোন Technical Skill এর প্রয়োজন নেই ।
7. ওয়ার্ডপ্রেস হোষ্টিং এর জন্য কোন টাকা লাগেনা ।
Content Management System বা CMS কি ?
Content Management System হচ্ছে একটি সফটওয়্যার, যেটি দিয়ে আপনি খুব সহজে অল্প সময়ে প্রত্যেকটি কন্টেন্টকে আপনার Website এ রাখতে পারেন ।
আরো পড়ুন- যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন
Content হতে পারে Simple text, photos, music, video, documents or just about anything you can think. আর WordPress সেই রকম একটি Powerful CMS.
When someone writes an article he/she retains the image of a user in his/her brain that how a user
can know it. Thus that’s why this piece of writing is perfect.
Thanks!