ওয়ার্ডপ্রেস কি কেন শিখব – I will Learn why WordPress

ওয়ার্ডপ্রেস কি কেন শিখব - I will Learn why WordPress
ওয়ার্ডপ্রেস কি কেন শিখব - I will Learn why WordPress

ওয়ার্ডপ্রেস কি কেন শিখব – I will Learn why WordPress: বর্তমানে তথ্য-প্রযুক্তি ভিত্তিক চাকুরির চাহিদা দিন দিন বাড়ছে। যেমন আমাদের দেশীয় সফটওয়্যার ইন্ডাষ্ট্রিতে, বৈদেশিক আইটি ইন্ডাষ্ট্রিতে এবং ফ্রীল্যান্সিং মার্কেটপেস গুলোতে। ফ্রীল্যান্সিং মার্কেটপেস যেমন: ওডেস্ক, ফ্রীল্যান্স, গুরু ইত্যাদি সাইটগুলো ভিজিট করলে দেখবেন, প্রতিদিন প্রচুর পরিমাণে ওয়ার্ডপ্রেস সাইট বিল্ডিং ডেভেলপমেন্ট এবং কাস্টমাইজেশন এর কাজ পাওয়া যায়। কিন্তু বেশির ভাগ কাজই অ্যাডভান্সড লেভেল এর যেমন- ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন তৈরি । তাই তাদের কথা মাথায় রেখেই আমরা ওয়ার্ডপ্রেস কি কেন শিখব – I will Learn why WordPress এই নিয়ে আলোচনা করবো।

ওয়ার্ডপ্রেস কি ?

ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ওপেন সোর্স CMS (Content Management System) । ওয়ার্ডপ্রেস মূলত ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করা হয় । ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা সম্ভব ।

বর্তমানে বগিং -এ ওয়ার্ডপ্রেস বহুল ব্যবহৃত এবং সর্বাধিক জনপ্রিয় কনন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে কেউ প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই সহজে ডাইনামিক সাইট তৈরি করতে পারবে ।

ওয়ার্ডপ্রেস কি কেন শিখব - I will Learn why WordPress
ওয়ার্ডপ্রেস ছবি

তাছাড়া ওয়ার্ডপ্রেসের মাধ্যমে চাইলে বাংলা ভাষাতেও ওয়েবসাইট বা ব্লগ তৈরি করা যাবে । এই CMS সফটওয়্যারটি বিনামূল্যে ব্যবহার করা যায় । তাছাড়া এর সকল থিম, পাগইন বিনামূল্যে ব্যবহার করা যায় । ওয়ার্ডপ্রেসের সর্বশেষ ভার্সন ডাউনলোড করতে www.wordpress.org/download এখানে visit করুন ।

আরো পড়ুন- ওয়ার্ডপ্রেস সেট আপ

ওয়ার্ডপ্রেস এর ইতিহাস

ম্যাট মুলেন ওয়েগ 2003 সালের মে মাসে সর্ব প্রথম ওয়ার্ডপ্রেস প্রকাশ করে । এর পর থেকে বর্তমান সময় পর্যন্ত ওয়ার্ডপ্রেস খুব সফলতার সাথে চলে আসছে । তবে শুরুর দিকে ওয়ার্ডপ্রেস শুধু ব্লগিং এর জন্য ব্যবহার হলেও বর্তমানে নানা ধরনের ডাইনামিক ওয়েবসাইট তৈরিতেও ওয়ার্ডপ্রেস ব্যবহার হয়ে থাকে ।

আরো পড়ুন- Server কি ?

ওয়ার্ডপ্রেস সিএমএস-টি পিএইচপি ফ্রেমওয়ার্ক এবং মাইএসকিউএল ডেটাবেজ এর সমন্বিত রূপ । 2009 সালে ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম শেয়ার মার্কেট রিপোর্ট অনুযায়ী দেখা যায়-ওয়ার্ডপ্রেস অধিক জনপ্রিয়তা অর্জন করে ।

আর এভাবেই ওয়ার্ডপ্রেস সফলতার সাথে বর্তমান সময় পর্যন্ত চলে আসছে।

ওয়ার্ডপ্রেস এর সুবিধা

1. WordPress দিয়ে একটি ওয়েব সাইট তৈরি করা এবং রান করানো অনেক সহজ ।

2. ফ্রিল্যাসিং সাইট গুলোতে ওয়ার্ডপ্রেস এর অনেক কাজ পাওয়া যায় ।

3. ওয়ার্ড প্রেস best CMS Award প্রাপ্ত [2007, 2009]

4. বিশ্বের 202 মিলিয়ন এরও বেশি ওয়েব সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ।

5. Blog তৈরির জন্য সবচেয়ে ভাল CMS হচ্ছে WordPress ।

6. WordPress শিখার জন্য কোন Technical Skill এর প্রয়োজন নেই ।

7. ওয়ার্ডপ্রেস হোষ্টিং এর জন্য কোন টাকা লাগেনা ।

Content Management System বা CMS কি ?

Content Management System হচ্ছে একটি সফটওয়্যার, যেটি দিয়ে আপনি খুব সহজে অল্প সময়ে প্রত্যেকটি কন্টেন্টকে আপনার Website এ রাখতে পারেন ।

আরো পড়ুন- যেভাবে কম্পিউটারে সার্ভার তৈরি করবেন

Content হতে পারে Simple text, photos, music, video, documents or just about anything you can think. আর WordPress সেই রকম একটি Powerful CMS.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here