কি ভাবে চোখের যত্ন নেবেন: চোখ আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ । চোখে দৃষ্টিশক্তি না থাকলে পৃথিবী অন্ধকার । কালো হরিণ চোখ নিয়ে কজনই বা জন্মায় । তাই বলে যারা হরিণ নয়না নন তাদেরও হতাশ হওয়ার কিছু নেই । আপনি যদি চোখ দুটোকে সত্যিই সুন্দর করে তুলতে চান তাহলে নিয়মিত চোখের ব্যায়াম করবেন ।
কি ভাবে চোখের যত্ন নেবেন
আর চোখে মেক-আপ ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করলে চোখের সমস্যা থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন ।
চোখে মেক-আপ ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম
1. চোখের মেক-আপ ব্যবহারের সময় তাড়াহুড়ো করবেন না ।
2. চোখের পাতার ওপর যেখানে আই-শ্যাডো ব্যবহার করা হয় সেখানে মানানসই আই-শ্যাডো ব্যবহার করুন । পোশাকের সাথে রং মিলিয়ে করতে পারলে সবচেয়ে সুন্দর লাগবে । আর যদি তা না হয় তাহলে এমন শ্যাডো ব্যবহার করুন যেন স্বাভাবিক সৌন্দর্য ফুটে ওঠে । হালকা ব্রোঞ্জ কিংবা হালকা গোল্ডেন ব্রোঞ্জ রঙের শেড সাধারণভাবে ভালো লাগে ।
3. দিনের বেলায় উজ্জ্বল গাঢ় রং ব্যবহার করবেন না ।
4. রাতের বেলায় উজ্জ্বল গাঢ় রং ব্যবহার করতে পারেন ।
5. আপনার চোখ যদি ছোট হয় তাহলে চোখের বাইরের দিকে পেন্সিল দিয়ে প্রায় নিচে এঁকে নিলে আপনার চোখ একটু বড় দেখাবে । চোখের পাপড়ি বড় দেখানোর জন্যে মাসকারা ব্যবহার করা যেতে পারে ।
তবে মাসকারা ব্যবহার করারও নিয়ম রয়েছে । যেমন, মাসকারার ব্রাশটি নিচ থেকে টেনে ওপরের দিকে উল্টিয়ে লাগাবেন ওপরের পাপড়িতে । নিচের পাপড়িতে খুব যত্ন করে লাগাতে হবে যাতে চোখের নিচের ত্বকে লেগে না যায় । মাসকারার ব্রাশ এ ক্ষেত্রে টানবেন নিচের পাপড়ির ওপর বসিয়ে নিচের দিকে । প্রথম একবার লাগানোর পর শুকোতে দিন । তারপর দ্বিতীয়বার লাগালে এতে চোখের পাপড়ি ঘন ও বড় দেখাবে ।
যাদের চোখ বড় তাদের বেলায় তেমন সমস্যা নেই । যেভাবেই পেন্সিল দিয়ে আঁকুন খারাপ লাগবে না । তবে তারা যদি আই শ্যাডো লাগানোর পর পেন্সিল দিয়ে শুধু ওপর থেকে এক চোখের কোণের দিকটা একটু ঘন কালো করে নিচের অংশে সামান্য হালকা চিকন করে আঁকেন তাহলে ভালো লাগবে । তারপর মাসকারা লাগিয়ে দিন, দেখতে অপরূপ লাগবে ।
আরো পড়ুন- কি ভাবে ভ্রূর যত্ন নেবেন
চোখের বিশেষ যত্ন নেয়ার পদ্ধতি
1. চোখের ব্যায়াম করতে হবে । মাঝে মাঝে চোখ বন্ধ করে চোখের বিশ্রাম দিতে হবে ।
2. অনেকের চোখের কোণের দিকটায় কাকের পায়ের মতো চিরিক ফাটা রেখা দেখা যায়- একে বলে বলিরেখা । এ বলিরেখা আপনি প্রাকৃতিক উপায়ে দূর করতে পারেন । কাঁচা গোল আলু থেঁতো করে বলিরেখাগুলোর ওপর দিয়ে ১৫/২০ মিনিট চোখ বন্ধ করে রাখুন । এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন । মনে রাখবেন ভ্রূ কুঁচকে চোখ কুঁচকাতে থাকবেন না । তাহলে অল্প বয়সে বলিরেখা পড়তে পারে । সবসময় স্বাভাবিক দৃষ্টিতে তাকাবেন ।
3. অনেকের চোখের তলায় কালো দাগ পড়ে থাকে । সেক্ষেত্রে বেশি রাত জাগবেন না । প্রচুর পরিমাণে পানি খাবেন । রোজ পাঁচ/সাত মিনিট কচি শসার রস লাগিয়ে রাখুন । তারপর ধুয়ে ফেলুন ।
4. চোখ ক্লান্ত লাগলে চোখ বন্ধ করে কাঁচা শসার দুটো চাক দুচোখের ওপর রেখে শুয়ে থাকুন ১০ মিনিট । পা দুটো বালিশের ওপর রাখুন । কিছুক্ষণ পর দেখবেন দুচোখে ঠান্ডা- সতেজ অনুভব হচ্ছে ।
5. সূর্যের আলোতে অনেকেরই চোখ জ্বালা করে, চোখে পানি আসে, চোখ কুঁচকে তাকাতে হয়, এটা চোখের জন্যে ক্ষতিকর । চোখ কুঁচকে তাকানোর ফলে বলিরেখা পড়তে পারে । তাই দিনের বেলা সূর্যের আলো থেকে চোখকে বাঁচাতে সানগ্লাস ব্যবহার করবেন ।
6. চোখে মেক-আপ নিয়ে থাকলে তা অবশ্যই কোনো ক্রিম বা অলিভ অয়েল তুলোয় ভিজিয়ে তুলে নিয়ে ভালো ভাবে চোখ ধুয়ে নেবেন ।
7. রাতে কখনই চোখে মেক-আপ নিয়ে শোবেন না ।
8. দৃষ্টিশক্তি ঠিক রাখার জন্যে ভিটামিন- এ সমৃদ্ধ খাবার খাবেন ।