How To Install WordPress – লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস সেটআপ: বর্তমানে তথ্য-প্রযুক্তি ভিত্তিক চাকুরির চাহিদা দিন দিন বাড়ছে। যেমন আমাদের দেশীয় সফটওয়্যার ইন্ডাষ্ট্রিতে, বৈদেশিক আইটি ইন্ডাষ্ট্রিতে এবং ফ্রীল্যান্সিং মার্কেটপেস গুলোতে। ফ্রীল্যান্সিং মার্কেটপেস যেমন: ওডেস্ক, ফ্রীল্যান্স, গুরু ইত্যাদি সাইটগুলো ভিজিট করলে দেখবেন, প্রতিদিন প্রচুর পরিমাণে ওয়ার্ডপ্রেস সাইট বিল্ডিং ডেভেলপমেন্ট এবং কাস্টমাইজেশন এর কাজ পাওয়া যায়। কিন্তু বেশির ভাগ কাজই অ্যাডভান্সড লেভেল এর যেমন- ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন তৈরি । তাই তাদের কথা মাথায় রেখেই আমরা How To Install WordPress – লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস সেটআপ এই নিয়ে আলোচনা করবো।
লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস সেটআপ
ব্লগিং সিএমএস হিসেবে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা এখন তুঙ্গে সেটা বলার অপেক্ষা রাখে না । চাইলেই আপনিও এইচটিএমএল, সিএসএস শিখে নিয়ে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন । তবে, ভাল করতে হলে আপনাকে অবশ্যই পিএইচপি এবং মাইএসকিউএলও জানতে হবে । এখন কথা হল, আপনি দুই ভাবে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন ।
1. লোকাল কম্পিউটারে, মানে আপনার পিসিকেই ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করার মাধ্যমে, এবং
2. রিমোর্ট/ওয়েব সার্ভারে, মানে ইন্টারনেট লাইন ব্যবহার করে । রিমোর্ট সার্ভারে আবার দু’ভাবে সেটআপ করতে পারবেন, i) সরাসরি স্বয়ংক্রিয় সিএমএস সফটওয়্যার প্যালেন থেকে, ii) ম্যানুয়ালি ডাটাবেজ তৈরী করে ।
তাই, ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক পর্বের আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি লোকাল কম্পিউটারকে লোকাল ওয়েব সার্ভার বানিয়ে ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন-
How To Install WordPress
1. প্রথমে আপনার কম্পিউটারকে লোকাল ওয়েব সার্ভার বানাতে WAMP অথবা XAMP ইন্সটল করে নিন । আপনার কাছে সফটওয়্যার দুটি না থাকলে ডাউনলোড করে নিতে পারেন এখানে এবং এখানে থেকে । অন্যন্য সফটয়ারের মতই এর ইন্সটলেশন পদ্ধতি তাই নতুন করে এটা নিয়ে লিখলাম না ।
2. ওয়াম্প ইন্সটাল করার পর আপনার হার্ডডিস্কের C: ড্রাইভে wamp নামে একটি ফোল্ডার তৈরী হবে । এবং এর ভিতরে www নামের যে ফোল্ডার– টি পাবেন তার ভিতরেই আপনাকে ওয়ার্ডপ্রেস বা অন্যান্য সিএমএস গুলো ইন্সটাল করেতে হবে । যেহেতু আমারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবে তাই ওয়ার্ডপ্রেস সিএমএস সফটওয়্যারটি একটি নতুন ফোল্ডার এর ভিতরে সরাসরি আনজিপ করবো । ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য আমি www ফোল্ডারের ভিতরে Trail Blog নামের একটি ফোল্ডার করেছি এবং এর ভিতরে ওয়ার্ডপ্রেস আনজিপ করেছি । ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ডাউনলোড করুন এখানে থেকে ।
3. এবার চলুন ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি Trail Blog ফোল্ডারের ভিতরে আনজিপ করি । আপনার হার্ডডিস্কের যেখানে জিপ করা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আছে সেখানে চলুন-
4. জিপ ফাইলটির উপরেই মাউস রেখে Extract Files -এ ক্লিক করুন । এবার নিচের মতো স্ক্রীন আসলে My Computer>C: ড্রাইভ>wamp>www>Trail Blog (ফোল্ডার নামটি আপনার ইচ্ছা মতো দিতে পারেন ।) নির্বাচন করে দিন । নিচের মতো করে-
5. OK ক্লিক করার সাথে সাথে আনজিপ হওয়া শুরু হবে । নিচের মতো করে-
6. আনজিপ হয়ে গেলে ব্রাউজ করুন আপনার ইন্সটলেশন ফোল্ডারটি । সঠিকভাবে ইন্সটল হলে নিচের মতো ফাইল+ফোল্ডারগুলো পাবেন-
7. এবার ওয়েব ব্রাউজারে http://localhost লিখে ব্রাউজ করুন । আমি ওয়াম্প এর পুরাতন ভার্সন ব্যবহার করছি তাই আপনাদের আমার স্ক্রীনের সাথে কিছুটা অমিল থাকবে । নয়তো নিচের মতো উইন্ডো আসবে-
8. সেখানের নিচে থেকে Trail Blog অথবা আপনার দেয়া ফোল্ডার নামে ক্লিক করুন । নিচের মতো পেজ পাবেন ব্রাউজারে- সেখানে থেকে Create a Configuration File বাটনে ক্লিক করুন-
9. আবারো নিচের মতো পেজ পাবেন । Let’s go! তে ক্লিক করুন-
10. এবার নিচের ইমেজ পাবেন-
11. আবারো আপনার ব্রাউজারে http://localhost/phpmyadmin/ ব্রাউজ করুন । নিচের মতো স্ক্রীন পেলে Create a database এ আপনার ডাটাবেজের নাম দিয়ে Create বাটনে ক্লিক করুন ।
12. সব কিছু ঠিক থাকলে, এবার আপনার ওয়ার্ডপ্রেস ডিরেক্টরীর wp-config-sample.php ফাইলটি নোটপ্যাড বা ড্রীমওয়েভার দিয়ে ওপেন করুন । এবং নিচের দেখানো পদ্ধতিতে শুধু database নামে দিয়ে ফাইলটি সেভ করুন ।
13. এবার নিচের মতো করে ডেটাবেজ নাম, ডাটাবেজ হোস্ট ঠিকানা, টেবিল প্রিফিক্স দিন । আর হ্যা উইজার নাম এবং পাসওয়ার্ড অবশ্যই ফাঁকা রাখবেন । তারপর Submit ক্লিক করুন ।
14. নিচের মতো পেজ আসলে Run the install এ ক্লিক করুন ।
15. নিচের মতো পেজ আসলে আপনার সাইট টাইটেল, উইজার নেম, পাসওয়ার্ড, ইমেইল ঠিকানা দিয়ে শেষে Install WordPress বাটনে ক্লিক করুন-
16. কয়েক সেকেন্ডের মধ্যে ওয়ার্ডপ্রেস ইন্সটল হবে এবং আপনার সামনে ইন্সটল সফল হয়েছে এমন বার্তাসহ পেজ উপস্থিত হবে নিচের মতো-
17. উপরের Log In বাটনে ক্লিক করুন, নিচের মতো লগিন পেজ পাবেন- ! উইজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন বাটনে ক্লিক করুন ।
18. সর্বশেষ আপনার ওয়ার্ডপ্রেস এর Dashboard পাবেন নিচের মতো ।