এই ব্লগে, আমরা আপনাকে সাধারণ জ্ঞান প্রদান করব যা আপনার দৈনন্দিন জীবনে সহায়ক হতে পারে। কভার করা বিষয়গুলির মধ্যে বিশ্বের ইতিহাস, বিখ্যাত ব্যক্তি এবং বিখ্যাত ঘটনাগুলির মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকবে৷
এই ব্লগটি পড়ার মাধ্যমে, আপনি আপনার জ্ঞানের ভিত্তি প্রসারিত করতে সক্ষম হবেন, এবং আপনার চারপাশের বিশ্ব সম্পর্কে আপনার বোঝার ক্ষেত্রে আরও ভালভাবে বৃত্তাকার হয়ে উঠতে পারবেন। তাই সাথে থাকুন – আপনার জন্য অনেক আকর্ষণীয় তথ্য অপেক্ষা করছে!
ইতিহাস এর কিছু বাছাই করা GK
- ইতিহাসের জনক কে?
উত্তর- ডঃ হেরোডোটাস।
- কংগ্রেস কত সালে বিভক্ত হয়?
উত্তর- ১৯০৭ সালে।
- কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়?
উত্তর- ১৯১৪ সালে।
- ‘সবরমতী আশ্রম’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর- মহাত্মা গান্ধী (১৮১৫ সালে)।
- সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহ কত সালে হয়?
উত্তর- ৮৫৭ সালে।
- ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর- ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
- কত সালে ভারতীয় কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়?
উত্তর- ১৯৬৪ সালে।
- সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন?
উত্তর- রাষ্ট্রপতি।
- কত সালে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়?
উত্তর- ১৯৪৫ সালে (২৪ শে অক্টোবর)।
- ‘পাঞ্জাব কেশরী’ কাকে বলা হয়?
উত্তর- রঞ্জিত সিংহকে।
- ওয়াহাবী আন্দোলনের নেতৃত্ব কে দেন?
উত্তর- তিতুমীর।
- ‘ওয়াহব’ শব্দের অর্থ কী?
উত্তর- নবজাগরণ।
- ফোর্ট উইলিয়াম কলেজে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?
উত্তর- লর্ড ওয়েলেসলির (১৮০০ সালে)।
- কত সালে মেডিক্যাল কলেজ স্থাপিত হয়?
উত্তর- ১৮৩৫ সালে।
- মেডিক্যাল কলেজ কে স্থাপন করেন?
উত্তর- বেন্টিঙ্ক।
- কত সালে শ্রীরামপুর কলেজ স্থাপিত হয়?
উত্তর- ১৮১৮ সালে।
- হিন্দু কলেজ কে স্থাপন করেন?
উত্তর- ডেভিড হেয়ার।
- আর্যসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর- স্বামী দয়ানন্দ।
- ভারতীয় জাতীয়তাদের প্রধান প্রবক্তা ও জনক কে?
উত্তর- বিবেকানন্দ।
- কত সালে সতীদাহ প্রথা রদ হয়?
উত্তর- ১৮১৯ সালে।
- ‘ডিসকভারি অব ইন্ডিয়া’ গ্রন্থটি কার লেখা?
উত্তর- জওহরলাল নেহেরু।
- কত সালে বিধবা বিবাহ আইন পাস হয়?
উত্তর- ১৮৫৬ সালে।
- আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে স্থাপন করেন?
উত্তর- সৈয়দ আহমেদ (১৮৭৭ সালে)।
- ‘ভারত সভা’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
- কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়?
উত্তর- ১৮৮৫ সালে।
- ‘ইয়ং ইন্ডিয়া’ গ্রন্থটি কার লেখা?
উত্তর- লালা লাজপত রায় -এর।
- বিপ্লবী আন্দোলনের প্রধান হোতা কে?
উত্তর- অরবিন্দ ঘোষ।
- ‘গদর’ শব্দের অর্থ কি?
উত্তর- বিপ্লব।
- পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর- রাজেন্দ্র পাল।
- চোল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর- রাজে চোল।
- বৈদিক যুগের প্রধান সাহিত্য কোনটি?
উত্তর- বেদ।
- গুপ্ত যুগের শ্রেষ্ঠ মহাকবির নাম কী?
উত্তর- কালিদাস।
- কত খ্রিষ্টাব্দে হজরত মহম্মদের জন্ম হয়?
উত্তর- ৫৭০ খ্রিষ্টাব্দে।
- ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থের নাম কী?
উত্তর- কোরাণ।
- ইসলাম ধর্মের ধর্মগুরুকে কী বলে?
উত্তর- খলিফা।
- ভারতে মুসলিম আধিপত্যের প্রতিষ্ঠা কে?
উত্তর- মহম্মদ ঘুরি।
- ‘কুমার সম্ভবম্’ কার লেখা?
উত্তর- কালিদাসের।
- প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়?
উত্তর- ১৯৯১ সালে।
- মহম্মদ ঘুরি কত সালে মারা যান?
উত্তর- ১২০৬ সালে।
- দাস বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তর- গিয়াসুদ্দিন বলবন।
- মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর- বাবর।
- ‘বাবর’ কথার অর্থ কী?
উত্তর- সিংহ।
- পাণিপথের যুদ্ধ কত সালে হয়?
উত্তর- ১৫২৬ সালে।
- খানুয়ার যুদ্ধ কত সালে হয়?
উত্তর- ১৫২৭ সালে।
- ‘হুমায়ূন’ শব্দের অর্থ কী?
উত্তর- সৌভাগ্যবান।
- বক্সারের যুদ্ধ করে হয়?
উত্তর- ১৭৬৪ সালে।
- হলদিঘাটের যুদ্ধ কবে হয়?
উত্তর- ১৫৭৬ সালে।
- ‘মনসবদারি’ প্রথা কে প্রচলন করেন?
উত্তর- আকবর।
- মনসব কথার অর্থ কী?
উত্তর- পদমর্যাদা।
- কত সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়?
উত্তর- ১৯৫০ সালে।
- গুরুনানক কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর- ১৪৬৯ সালে।
- পলাশীর যুদ্ধ কত সালে হয়?
উত্তর- ১৭৫৭ সালে।
- তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়?
উত্তর- ১৭৬১ সালে।
- পুরন্দরের সন্ধি কত সালে হয়?
উত্তর- ১৭৭৬ সালে।
- ‘বুদ্ধচরিত’ কার লেখা?
উত্তর- অশ্বঘোষের।
- হিমালয়ই ভারতীয় ভূ-প্রকৃতির প্রধানতম বৈশিষ্ট্য উত্তর- একথা কোন ঐতিহাসিক বলেছেন?
উত্তর- কে. এম. পানিক্কর।
- পৃথিবীতে মানুষের অস্তিত্ব প্রথম কোথায় পাওয়া যায়?
উত্তর- বালুচিস্তানে।
- হরপ্পা সভ্যতাকে কী সভ্যতা বলা হয়?
উত্তর- মহেঞ্জোদরো সভ্যতা।
- মহেঞ্জোদরো সভ্যতা কে আবিষ্কার করেন?
উত্তর- রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
- জৈনধর্মের প্রচারক বা প্রবর্তক কে?
উত্তর- মহাবীর।
- বিশ্বের প্রাচীনতম গ্রন্থ কোনটি?
উত্তর- ঋকবেদ সংহিতা।
- নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর- মহাপদ্মনন্দ।
- মৌর্যবংশ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর- চন্দ্রগুপ্ত মৌর্য।
- কণিষ্কের রাজধানী কোথায় ছিল?
উত্তর- পুরুষপুর বা পেশোয়ারে।
- ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়?
উত্তর- সমুদ্রগুপ্তকে।
- বিম্বিসার কোন্ বংশের সন্তান?
উত্তর- হর্ষঙ্ক বংশের।
- কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তর- কণিষ্ক।
- নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর- শীলভদ্র।
- পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তর- প্রথম নরসিংহ বর্মন।
- হর্ষঙ্ক কে প্রচলন করেন?
উত্তর- হর্ষবর্ধন।
- পালবংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তর- ধর্মপাল।
- সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তর- জসামন্ত সেন।
- প্রাচীন ভারতের একমাত্র ঐতিহসিক গ্রন্থ?
উত্তর- ‘রাজতরঙ্গিনী’।
- পৃথিবীর প্রাচীনতম এবং আর্যদের প্রাচীনতম গ্রন্থ হল?
উত্তর- ঋকবেদ।
- বাণভট্ট কে ছিলেন?
উত্তর- হর্ষবর্ধনের সভাকবি।
- ‘আদিনা মসজিদ’ কোথায় অবস্থিত?
উত্তর- পান্ডুয়ায় অবস্থিত।
- সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়েছিল?
উত্তর- ১৮৫৫ সালে।
- ভারতের শেষ মোঘল সম্রাট কে ছিলেন?
উত্তর- দ্বিতীয় বাহাদুর শাহ।
- ‘গদর’ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর- লালা হরদয়াল।
- শিবাজীর জন্ম কত সালে?
উত্তর- ১৬২৭ খ্রীঃ।
- প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে?
উত্তর- ২৪ শে জুলাই ১৯১৪ সালে।
- প্রথম বিশ্বযুদ্ধর অবসান হয় কবে?
উত্তর- ১১ ই নভেম্বর ১৯১৮ সালে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে?
উত্তর- ১ লা সেপ্টেম্বর ১৯৩৯ সালে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধর অবসান হয় কবে?
উত্তর- ১৪ ই আগস্ট ১৯৪৫ সালে।
- কোন সালে এবং কে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বচিত হন?
উত্তর- ২০০৭ সালে প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে প্রতিভা পাতিল ভারতের দ্বাদশ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।
- বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে ছিলেন?
উত্তর- লক্ষ্মণ সেন।
- কোন বাঙালি প্রথম ধর্মপ্রচার করতে বিদেশ যান?
উত্তর- অতীশ দীপঙ্কর প্রথম বাঙালি যিনি ধর্মপ্রচার করতে বিদেশে যান।
- তিতুমীরের আসল নাম কি?
উত্তর- মীর নিশার আলি।
- ভারতের সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্রটির নাম কি?
উত্তর- বীণা।
- ভারতের সর্বশেষ মুসলিম শাসক কে ছিলেন?
উত্তর- বাহাদুর শাহ জাফর।
- গীতায় মোট কটি অধ্যায় আছে?
উত্তর- ১৮ টি।
- কালিদাসকে কি বলা হয়?
উত্তর- ভারতের শেক্সপীয়ার।
- ভারতে প্রথম কোন পর্তুগীজ ভারতে আসেন?
উত্তর- ভাস্কো-ডা-গামা প্রথম।
- কার সময়ে কোন সালে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়?
উত্তর- লর্ড ডালহৌসীর আমলে ১৮৫৩ সালে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়।
- কোন ইউরোপীয় রাজা ভারত আক্রমণ করেছিলেন?
উত্তর- আলেকজান্ডারর।
- আগ্রা শহর কে প্রতিষ্ঠিত করেছিলেন?
উত্তর- সিকান্দার লোদী।
- হিন্দিতে ‘রামচরিত মানস’ কে রচনা করেন?
উত্তর- তুলসীদাস।
- আর্যদের বাসস্থান কোথায় ছিল?
উত্তর- মধ্য এশিয়ায়।
- ভারতের শ্রেষ্ঠ হিন্দু সম্রাট কে ছিলেন?
উত্তর- অশোক।
- আর্যদের ভারতে আগমনের সময়কাল কতছিল?
উত্তর- ৫ খ্রীঃ পূঃ ১৫০০ অব্দ।
- ‘গায়ত্রীমন্ত্র’ বেদের কোন্ বিভাগে দেখা যায়?
উত্তর- ঋকবেদে।
- বেদের কোন অংশে বৈদিক সভ্যতার অর্থনীতি, সমাজ, ধর্ম, রাজনীতি সব বিষয়ের সম্পূর্ণ প্রকাশ ঘটে?
উত্তর- ঋকবেদে।
- ভারতের বাইরে প্রথম একটি জাতীয় পতাকার পরিকল্পনা কে করেন?
উত্তর- মাদাম কামা। ১৯০৭ সালে স্টুটগার্টি শহরে (জার্মানিতে)
- বাংলায় প্রথম বিপ্লবী সমিতি কোন্টি?
উত্তর- অনুশীলন সমিতি।
- ইলবার্ট বিল খ্যাত স্যার কুর্টনি হলিবার্ট কে ছিলেন
উত্তর- লর্ড রিপনের আইন সচিব।
- শিবাজীকে ‘রাজা’ উপাধি দেন কোন্ মুঘল সম্রাট?
উত্তর- সম্রাট ঔরঙ্গজেব।
- কে ভারতের প্রথম ভাইসরয় ও গভর্নর জেনারেল ছিলেন?
উত্তর- লর্ড ক্যানিং।
- “India’s poverty and un-British British Rule in India -এই বইটির রচয়িতা কে ছিলেন?
উত্তর- দাদাভাই নৌরজি।
- বৈদিক যুগের রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি কি ছিল?
উত্তর- পুরুষতন্ত্র।
- আর্যদের আদি বাসস্থান কোথায় বলে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন?
উত্তর- মধ্য এশিয়ার ঘিরখিজস্থান।
- বেদের যুগে মন্ত্রস্রষ্টা নারীরা কারা ছিলেন?
উত্তর- কামায়নী, অপালা, ঘোষা, পৌলমী, বিশ্ববারা, লোপামুদ্রা, জুহু, রোমশা, উর্বশী, যমী, সর্পরাজ্ঞী, ইন্দ্রাণী, গার্গী, সম্ভনীবাক।
- বৈদিক যুগ বলতে কোন সময়কে নির্দিষ্ট করা হয়?
উত্তর- খ্রীঃ পূঃ ১০০০ থেকে ৬০০ খ্রীঃ পূঃ পর্যন্ত।
- প্রাচীন বৈদিক যুগের আর্যরা কিসের উপাসক ছিলেন?
উত্তর- শক্তির উপাসক।
- আর্যযুগে দুটি রাজনৈতিক পরিষদের নাম কি?
উত্তর- জসভা ও সমিতি।
- বৈদিক সমাজ ব্যবস্থার আদিযুগ কিসের ভিত্তিতে জাতিভেদ প্রথার উন্মেষ ঘটে?
উত্তর- কর্ম।
- ঋকবেদের যুগে আর্যদের প্রথম দিকে অর্থনীতির প্রধান বিষয় কি ছিল?
উত্তর- পশুপালন।