History General Knowledge In Bengali – ইতিহাস এর কিছু বাছাই করা GK

History General Knowledge In Bengali - ইতিহাস এর কিছু বাছাই করা GK
History General Knowledge In Bengali - ইতিহাস এর কিছু বাছাই করা GK

এই ব্লগে, আমরা আপনাকে সাধারণ জ্ঞান প্রদান করব যা আপনার দৈনন্দিন জীবনে সহায়ক হতে পারে। কভার করা বিষয়গুলির মধ্যে বিশ্বের ইতিহাস, বিখ্যাত ব্যক্তি এবং বিখ্যাত ঘটনাগুলির মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকবে৷

এই ব্লগটি পড়ার মাধ্যমে, আপনি আপনার জ্ঞানের ভিত্তি প্রসারিত করতে সক্ষম হবেন, এবং আপনার চারপাশের বিশ্ব সম্পর্কে আপনার বোঝার ক্ষেত্রে আরও ভালভাবে বৃত্তাকার হয়ে উঠতে পারবেন। তাই সাথে থাকুন – আপনার জন্য অনেক আকর্ষণীয় তথ্য অপেক্ষা করছে!

ইতিহাস এর কিছু বাছাই করা GK

  1. ইতিহাসের জনক কে?

উত্তর- ডঃ হেরোডোটাস।

  1. কংগ্রেস কত সালে বিভক্ত হয়?

উত্তর- ১৯০৭ সালে।

  1. কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়?

উত্তর- ১৯১৪ সালে।

  1. ‘সবরমতী আশ্রম’ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর- মহাত্মা গান্ধী (১৮১৫ সালে)।

  1. সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহ কত সালে হয়?

উত্তর- ৮৫৭ সালে।

  1. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?

উত্তর- ডঃ রাজেন্দ্রপ্রসাদ।

  1. কত সালে ভারতীয় কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়?

উত্তর- ১৯৬৪ সালে।

  1. সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন?

উত্তর- রাষ্ট্রপতি।

  1. কত সালে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়?

উত্তর- ১৯৪৫ সালে (২৪ শে অক্টোবর)।

  1. ‘পাঞ্জাব কেশরী’ কাকে বলা হয়?

উত্তর- রঞ্জিত সিংহকে।

  1. ওয়াহাবী আন্দোলনের নেতৃত্ব কে দেন?

উত্তর- তিতুমীর।

  1. ‘ওয়াহব’ শব্দের অর্থ কী?

উত্তর- নবজাগরণ।

  1. ফোর্ট উইলিয়াম কলেজে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?

উত্তর- লর্ড ওয়েলেসলির (১৮০০ সালে)।

  1. কত সালে মেডিক্যাল কলেজ স্থাপিত হয়?

উত্তর- ১৮৩৫ সালে।

  1. মেডিক্যাল কলেজ কে স্থাপন করেন?

উত্তর- বেন্টিঙ্ক।

  1. কত সালে শ্রীরামপুর কলেজ স্থাপিত হয়?

উত্তর- ১৮১৮ সালে।

  1. হিন্দু কলেজ কে স্থাপন করেন?

উত্তর- ডেভিড হেয়ার।

  1. আর্যসমাজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর- স্বামী দয়ানন্দ।

  1. ভারতীয় জাতীয়তাদের প্রধান প্রবক্তা ও জনক কে?

উত্তর- বিবেকানন্দ।

  1. কত সালে সতীদাহ প্রথা রদ হয়?

উত্তর- ১৮১৯ সালে।

  1. ‘ডিসকভারি অব ইন্ডিয়া’ গ্রন্থটি কার লেখা?

উত্তর- জওহরলাল নেহেরু।

  1. কত সালে বিধবা বিবাহ আইন পাস হয়?

উত্তর- ১৮৫৬ সালে।

  1. আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে স্থাপন করেন?

উত্তর- সৈয়দ আহমেদ (১৮৭৭ সালে)।

  1. ‘ভারত সভা’ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

  1. কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়?

উত্তর- ১৮৮৫ সালে।

  1. ‘ইয়ং ইন্ডিয়া’ গ্রন্থটি কার লেখা?

উত্তর- লালা লাজপত রায় -এর।

  1. বিপ্লবী আন্দোলনের প্রধান হোতা কে?

উত্তর- অরবিন্দ ঘোষ।

  1. ‘গদর’ শব্দের অর্থ কি?

উত্তর- বিপ্লব।

  1. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর- রাজেন্দ্র পাল।

  1. চোল বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর- রাজে চোল।

  1. বৈদিক যুগের প্রধান সাহিত্য কোনটি?

উত্তর- বেদ।

  1. গুপ্ত যুগের শ্রেষ্ঠ মহাকবির নাম কী?

উত্তর- কালিদাস।

  1. কত খ্রিষ্টাব্দে হজরত মহম্মদের জন্ম হয়?

উত্তর- ৫৭০ খ্রিষ্টাব্দে।

  1. ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থের নাম কী?

উত্তর- কোরাণ।

  1. ইসলাম ধর্মের ধর্মগুরুকে কী বলে?

উত্তর- খলিফা।

  1. ভারতে মুসলিম আধিপত্যের প্রতিষ্ঠা কে?

উত্তর- মহম্মদ ঘুরি।

  1. ‘কুমার সম্ভবম্’ কার লেখা?

উত্তর- কালিদাসের।

  1. প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়?

উত্তর- ১৯৯১ সালে।

  1. মহম্মদ ঘুরি কত সালে মারা যান?

উত্তর- ১২০৬ সালে।

  1. দাস বংশের শ্রেষ্ঠ রাজা কে?

উত্তর- গিয়াসুদ্দিন বলবন।

  1. মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর- বাবর।

  1. ‘বাবর’ কথার অর্থ কী?

উত্তর- সিংহ।

  1. পাণিপথের যুদ্ধ কত সালে হয়?

উত্তর- ১৫২৬ সালে।

  1. খানুয়ার যুদ্ধ কত সালে হয়?

উত্তর- ১৫২৭ সালে।

  1. ‘হুমায়ূন’ শব্দের অর্থ কী?

উত্তর- সৌভাগ্যবান।

  1. বক্সারের যুদ্ধ করে হয়?

উত্তর- ১৭৬৪ সালে।

  1. হলদিঘাটের যুদ্ধ কবে হয়?

উত্তর- ১৫৭৬ সালে।

  1. ‘মনসবদারি’ প্রথা কে প্রচলন করেন?

উত্তর- আকবর।

  1. মনসব কথার অর্থ কী?

উত্তর- পদমর্যাদা।

  1. কত সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়?

উত্তর- ১৯৫০ সালে।

  1. গুরুনানক কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর- ১৪৬৯ সালে।

  1. পলাশীর যুদ্ধ কত সালে হয়?

উত্তর- ১৭৫৭ সালে।

  1. তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়?

উত্তর- ১৭৬১ সালে।

  1. পুরন্দরের সন্ধি কত সালে হয়?

উত্তর- ১৭৭৬ সালে।

  1. ‘বুদ্ধচরিত’ কার লেখা?

উত্তর- অশ্বঘোষের।

  1. হিমালয়ই ভারতীয় ভূ-প্রকৃতির প্রধানতম বৈশিষ্ট্য উত্তর- একথা কোন ঐতিহাসিক বলেছেন?

উত্তর- কে. এম. পানিক্কর।

  1. পৃথিবীতে মানুষের অস্তিত্ব প্রথম কোথায় পাওয়া যায়?

উত্তর- বালুচিস্তানে।

  1. হরপ্পা সভ্যতাকে কী সভ্যতা বলা হয়?

উত্তর- মহেঞ্জোদরো সভ্যতা।

  1. মহেঞ্জোদরো সভ্যতা কে আবিষ্কার করেন?

উত্তর- রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

  1. জৈনধর্মের প্রচারক বা প্রবর্তক কে?

উত্তর- মহাবীর।

  1. বিশ্বের প্রাচীনতম গ্রন্থ কোনটি?

উত্তর- ঋকবেদ সংহিতা।

  1. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর- মহাপদ্মনন্দ।

  1. মৌর্যবংশ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর- চন্দ্রগুপ্ত মৌর্য।

  1. কণিষ্কের রাজধানী কোথায় ছিল?

উত্তর- পুরুষপুর বা পেশোয়ারে।

  1. ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়?

উত্তর- সমুদ্রগুপ্তকে।

  1. বিম্বিসার কোন্ বংশের সন্তান?

উত্তর- হর্ষঙ্ক বংশের।

  1. কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে?

উত্তর- কণিষ্ক।

  1. নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন?

উত্তর- শীলভদ্র।

  1. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে?

উত্তর- প্রথম নরসিংহ বর্মন।

  1. হর্ষঙ্ক কে প্রচলন করেন?

উত্তর- হর্ষবর্ধন।

  1. পালবংশের শ্রেষ্ঠ রাজা কে?

উত্তর- ধর্মপাল।

  1. সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে?

উত্তর- জসামন্ত সেন।

  1. প্রাচীন ভারতের একমাত্র ঐতিহসিক গ্রন্থ?

উত্তর- ‘রাজতরঙ্গিনী’।

  1. পৃথিবীর প্রাচীনতম এবং আর্যদের প্রাচীনতম গ্রন্থ হল?

উত্তর- ঋকবেদ।

  1. বাণভট্ট কে ছিলেন?

উত্তর- হর্ষবর্ধনের সভাকবি।

  1. ‘আদিনা মসজিদ’ কোথায় অবস্থিত?

উত্তর- পান্ডুয়ায় অবস্থিত।

  1. সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়েছিল?

উত্তর- ১৮৫৫ সালে।

  1. ভারতের শেষ মোঘল সম্রাট কে ছিলেন?

উত্তর- দ্বিতীয় বাহাদুর শাহ।

  1. ‘গদর’ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর- লালা হরদয়াল।

  1. শিবাজীর জন্ম কত সালে?

উত্তর- ১৬২৭ খ্রীঃ।

  1. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে?

উত্তর- ২৪ শে জুলাই ১৯১৪ সালে।

  1. প্রথম বিশ্বযুদ্ধর অবসান হয় কবে?

উত্তর- ১১ ই নভেম্বর ১৯১৮ সালে।

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে?

উত্তর- ১ লা সেপ্টেম্বর ১৯৩৯ সালে।

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধর অবসান হয় কবে?

উত্তর- ১৪ ই আগস্ট ১৯৪৫ সালে।

  1. কোন সালে এবং কে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বচিত হন?

উত্তর- ২০০৭ সালে প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে প্রতিভা পাতিল ভারতের দ্বাদশ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।

  1. বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে ছিলেন?

উত্তর- লক্ষ্মণ সেন।

  1. কোন বাঙালি প্রথম ধর্মপ্রচার করতে বিদেশ যান?

উত্তর- অতীশ দীপঙ্কর প্রথম বাঙালি যিনি ধর্মপ্রচার করতে বিদেশে যান।

  1. তিতুমীরের আসল নাম কি?

উত্তর- মীর নিশার আলি।

  1. ভারতের সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্রটির নাম কি?

উত্তর- বীণা।

  1. ভারতের সর্বশেষ মুসলিম শাসক কে ছিলেন?

উত্তর- বাহাদুর শাহ জাফর।

  1. গীতায় মোট কটি অধ্যায় আছে?

উত্তর- ১৮ টি।

  1. কালিদাসকে কি বলা হয়?

উত্তর- ভারতের শেক্সপীয়ার।

  1. ভারতে প্রথম কোন পর্তুগীজ ভারতে আসেন?

উত্তর- ভাস্কো-ডা-গামা প্রথম।

  1. কার সময়ে কোন সালে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়?

উত্তর- লর্ড ডালহৌসীর আমলে ১৮৫৩ সালে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়।

  1. কোন ইউরোপীয় রাজা ভারত আক্রমণ করেছিলেন?

উত্তর- আলেকজান্ডারর।

  1. আগ্রা শহর কে প্রতিষ্ঠিত করেছিলেন?

উত্তর- সিকান্দার লোদী।

  1. হিন্দিতে ‘রামচরিত মানস’ কে রচনা করেন?

উত্তর- তুলসীদাস।

  1. আর্যদের বাসস্থান কোথায় ছিল?

উত্তর- মধ্য এশিয়ায়।

  1. ভারতের শ্রেষ্ঠ হিন্দু সম্রাট কে ছিলেন?

উত্তর- অশোক।

  1. আর্যদের ভারতে আগমনের সময়কাল কতছিল?

উত্তর- ৫ খ্রীঃ পূঃ ১৫০০ অব্দ।

  1. ‘গায়ত্রীমন্ত্র’ বেদের কোন্ বিভাগে দেখা যায়?

উত্তর- ঋকবেদে।

  1. বেদের কোন অংশে বৈদিক সভ্যতার অর্থনীতি, সমাজ, ধর্ম, রাজনীতি সব বিষয়ের সম্পূর্ণ প্রকাশ ঘটে?

উত্তর- ঋকবেদে।

  1. ভারতের বাইরে প্রথম একটি জাতীয় পতাকার পরিকল্পনা কে করেন?

উত্তর- মাদাম কামা। ১৯০৭ সালে স্টুটগার্টি শহরে (জার্মানিতে)

  1. বাংলায় প্রথম বিপ্লবী সমিতি কোন্‌টি?

উত্তর- অনুশীলন সমিতি।

  1. ইলবার্ট বিল খ্যাত স্যার কুর্টনি হলিবার্ট কে ছিলেন

উত্তর- লর্ড রিপনের আইন সচিব।

  1. শিবাজীকে ‘রাজা’ উপাধি দেন কোন্ মুঘল সম্রাট?

উত্তর- সম্রাট ঔরঙ্গজেব।

  1. কে ভারতের প্রথম ভাইসরয় ও গভর্নর জেনারেল ছিলেন?

উত্তর- লর্ড ক্যানিং।

  1. “India’s poverty and un-British British Rule in India -এই বইটির রচয়িতা কে ছিলেন?

উত্তর- দাদাভাই নৌরজি।

  1. বৈদিক যুগের রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি কি ছিল?

উত্তর- পুরুষতন্ত্র।

  1. আর্যদের আদি বাসস্থান কোথায় বলে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন?

উত্তর- মধ্য এশিয়ার ঘিরখিজস্থান।

  1. বেদের যুগে মন্ত্রস্রষ্টা নারীরা কারা ছিলেন?

উত্তর- কামায়নী, অপালা, ঘোষা, পৌলমী, বিশ্ববারা, লোপামুদ্রা, জুহু, রোমশা, উর্বশী, যমী, সর্পরাজ্ঞী, ইন্দ্রাণী, গার্গী, সম্ভনীবাক।

  1. বৈদিক যুগ বলতে কোন সময়কে নির্দিষ্ট করা হয়?

উত্তর- খ্রীঃ পূঃ ১০০০ থেকে ৬০০ খ্রীঃ পূঃ পর্যন্ত।

  1. প্রাচীন বৈদিক যুগের আর্যরা কিসের উপাসক ছিলেন?

উত্তর- শক্তির উপাসক।

  1. আর্যযুগে দুটি রাজনৈতিক পরিষদের নাম কি?

উত্তর- জসভা ও সমিতি।

  1. বৈদিক সমাজ ব্যবস্থার আদিযুগ কিসের ভিত্তিতে জাতিভেদ প্রথার উন্মেষ ঘটে?

উত্তর- কর্ম।

  1. ঋকবেদের যুগে আর্যদের প্রথম দিকে অর্থনীতির প্রধান বিষয় কি ছিল?

উত্তর- পশুপালন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here