আমাদের ব্লগে স্বাগতম! এখানে, আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান শেয়ার করব যা আমরা মনে করি আপনার কাছে আকর্ষণীয় হবে।
Geography General Knowledge In Bengali – এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্ন ও উত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
Geography General Knowledge In Bengali
- পশ্চিমবঙ্গের জলবায়ু কিরূপ?
উত্তর- উষ্ণ ও আর্দ্র।
- ভূ-প্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তর- তিনটি অঞ্চলে।
- ইংল্যান্ডের কোন অংশ লন্ডন অববাহিকা নামে পরিচিত?
উত্তর- ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব অংশ।
- পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখ যাতে জোয়ার-ভাটা হয়।
উত্তর- হুগলী নদী।
- ইউক্রেনের ধাতু শিল্পের একটি প্রধান কেন্দ্রের নাম কর।
উত্তর- নীপ্রোপেট্রোভস্কম্।
- পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কর।
উত্তর- ময়ূরাক্ষী।
- শিকাগো শহর কোন্ হ্রদের তীরে অবস্থিত?
উত্তর- মিচিগান।
- পশ্চিমবঙ্গের কোন্ অঞ্চলে গ্রীষ্মকালেও পশম বস্ত্রের প্রয়োজন?
উত্তর- লং।
- ইউক্রেন অঞ্চলের প্রধান শিল্প কোনটি?
উত্তর- লৌহ-ইস্পাত।
- সুন্দরবন নামকরণের কারণ কি?
উত্তর- সুন্দরী গাছের প্রাচুর্যের জন্য।
- লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর- টেনস্
- কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে?
উত্তর- সিঙ্গালীলা।
- নীলনদের উপর একটি প্রধান বাঁধের নাম কর।
উত্তর- আসোয়ান বাঁধ।
- পশ্চিমবঙ্গে কোন্ কোন্ মাসে কালবৈশাখী প্রাদুর্ভাব বেশী?
উত্তর- এপ্রিল-মে মাসে।
- নীলনদ অববাহিকায় ‘সাড’ কি?
উত্তর- নীলনদ অববাহিকায় কচুরিপানা, ঘাস, লতাপাতাযুক্ত জলাভূমিগুলিকে সাড বলে।
- কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ?
উত্তর- দ্বারকেশ্বর ও শিলাই।
- ইউক্রেন অঞ্চলের প্রধান নদী কোনটি?
উত্তর- নীপার।
- মিশরের প্রধান বন্দরটির নাম লেখ।
উত্তর- আলেকজান্দ্রিয়া।
- পর্যটনকেন্দ্র হিসাবে খ্যাত পশ্চিমবঙ্গের একটি শৈল শহরের নাম লেখ।
উত্তর- সান্দাকফু।
- গ্রীনিচ মান মন্দিরের অবস্থান কোথায়?
উত্তর- লন্ডনের উপকন্ঠে।
- সক্রিয়-দ্বীপ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়?
উত্তর- পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার দক্ষিণে নদী ও সমুদ্রবাহিত পলি দিয়ে ব-দ্বীপ গঠনের কাজ চলছে।
- আমেরিকা যুক্তরাষ্ট্রে ভুট্টা বলয় কোথায় দেখা যায়?
উত্তর- হ্রদ অঞ্চলের ইলিনয়, ইন্ডিয়ানা, পেনসিলভেনিয়া প্রভৃতি রাজ্যের মধ্যে ভুট্টা বলয় বিস্তৃত অর্থাৎ হ্রদ অঞ্চলের অধিকাংশ এলাকাই ভুট্টা বলয়ের অন্তর্গত।
- পৃথিবীর পরিধি কত?
উত্তর- ৪৬,২৫০ কিমি।
- ২১ শে মার্চকে কি বলে?
উত্তর- মহাবিষুব।
- ২১ শে হন তারিখকে কি বলে?
উত্তর- কর্কটসংক্রান্তি।
- নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ প্রতি ঘন্টায় কত কিমি?
উত্তর- ১৭০০ কিমি।
- দ্রাঘিমা রেখার বিপরীতে কত দ্রাঘিমা রেখা অবস্থিত?
উত্তর- ৩৬০০ দ্রাঘিমা রেখা।
- কোন স্থানে ও তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত?
উত্তর- ১৮০ ডিগ্রি
- আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে?
উত্তর- ১৮০ ডিগ্রি।
- কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে পার্থক্য কত?
উত্তর- ১২ ঘন্টা।
- (এলাহবাদ/দিল্লী/কলকাত) র স্থানীয় সময়কে প্রমাণ সময় বলে।
উত্তর- এলাহবাদ।
- ভূ-ত্বক প্রধানত কোন শিলায় গঠিত?
উত্তর- কঠিন গ্রাফাইট ও ব্যাসল্ট।
- ভূত্বকের নীচে বেশি ঘনত্বযুক্ত আগ্নেয় শিলা স্তরের নাম (গুরমণ্ডল/কেন্দ্রমণ্ডল/উষ্ণমন্ডল)।
উত্তর- গুরুমন্ডল।
- রিখটার স্কেল সিসমোগ্রাফ যন্ত্রের (উপরে/মধ্যে/নীচে) থাকে।
উত্তর- উপরে।
- ডেলোরাইট (পাতালিক/উপপাতালিক/নিঃসারী) শিলা।
উত্তর- উপপাতালিক শিলা।
- পদার্থের অবশেষ দারা গঠিত হয় (বেলেপাথর/চুনাপাথর/জিপসাম)।
উত্তর- চুনাপাথর।
- চুনাপাথর রূপান্তরিত হয়ে (নীস/মার্বেল/শ্লেট) পাথরে রূপান্তরিত হয়।
উত্তর- মার্কেল।
- গ্রানাইট (নীস/মাবেল/শ্লেট) পাথরে রূপান্তরিত হয়।
উত্তর- নীস।
- টেথিস সাগরের পলি ভাঁজ প্রাপ্ত হয়ে (হিমালয়/আল্পস/রকি) পর্বতের সৃষ্টি হয়েছে।
উত্তর- হিমালয়।
- সাতপুরা (ভঙ্গিল/ক্ষয়জাত/স্তূপ) পর্বত।
উত্তর- স্তূপ পর্বত।
- নীলগিরি একটি (ক্ষয়জাত/সঞ্চয়জাত/ভঙ্গিল) পর্বতের উদাহরণ।
উত্তর- ক্ষয়জাত।
- পৃথিবীর উচ্চতম মালভূমি (লাদাখ, তিব্বত/পামীর)।
উত্তর- পামীর।
- ইউরোপের মেসেটা একটি (মালভূমি/সমভূমি/পার্বত্য অঞ্চল।
উত্তর- মালভূমি অঞ্চল।