বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – Forest Department Recruitment 2023

বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - Forest Department Recruitment 2023
বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - Forest Department Recruitment 2023

চাকরির খবর সম্পর্কে আমাদের ব্লগ পোস্টে স্বাগতম! এখানে আমরা চাকরির বাজার সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং তথ্য শেয়ার করব। আপনি কীভাবে আপনার ক্যারিয়ারের সুযোগগুলিকে সর্বাধিক ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আমরা টিপস এবং পরামর্শ প্রদান করব। তাই নিয়মিত চেক করতে ভুলবেন না, কারণ আমরা আশা করি আপনি এখানে তথ্য উপযোগী পাবেন!

বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Job Location: অসম

Post Name: ফরেস্ট গার্ড, Forester Grade – I, Forest Protoction Constable Commando, Driver, Cook

পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে।

Age Limit: প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩৮ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC – শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

Also ReadArmy Public School Recruitment 2022 Notification

Selection Process: প্রার্থীদের লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।

Apply Process: আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে পারবেন।

Apply Date: আগামী ১৫ ই জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Post -এর বিস্তারিত

  1. Post Name: ফরেস্ট গার্ড

Education Qualification: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy: উক্ত পদে মোট ১২২৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

Physical Measurement:

ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৩ সেমি, বুকের ছাতি ৭৭-৮২ সেমি এবং ২৬ কিমি হাঁটার পরীক্ষা থাকবে যার সময় থাকবে ৪ ঘন্টা।

মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫০ সেমি এবং ১৬ কিমি হাঁটার পরীক্ষা থাকবে যার সময় থাকবে ৪ ঘন্টা।

  1. Post Name: Forester Grade – I

Education Qualification: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy: উক্ত পদে মোট ২৬৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

  1. Post Name: Forest Protoction Constable Commando

Education Qualification: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy: উক্ত পদে মোট ২৭৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

  1. Post Name: Driver

Education Qualification: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy: উক্ত পদে মোট ১৪২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

  1. Post Name: Cook

Education Qualification: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ম শ্রেণি পাশ করে থাকতে হবে এবং ভারতীয় খাবার রান্না করার অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন।

Number Of Vacancy: উক্ত পদে মোট ১৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।

অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন

সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here