Food Supply DEO Recruitment 2023: পশ্চিমবঙ্গ Food & Supplies Department এর অফিশিয়াল ওয়েবসাইটে সম্প্রতি একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে, এতে মোট ২৩ টি শূন্যপদে প্রথমাবস্থায় ১ বছরের জন্য চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের সকল চাকরীপ্রার্থীরাই যেকোনো জেলা থেকে এই শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন, কিন্তু তার জন্য নীচে আলোচিত হওয়া বিজ্ঞপ্তির সারাংশ জেনে নেওয়া প্রয়োজনীয়।
Food Supply DEO Job Vacancy 2023
নিয়োগকারী সংস্থা | West Bengal Food & Supplies Department |
Advertisement no. | 280-NCEC/DEO/2023 |
পদের নাম
Data Entry Operator
মোট শূন্যপদ
২৩ টি।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কলেজ থেকে স্নাতক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সেইসাথে কম্পিউটার এপ্লিকেশন কোর্স এ সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়।
বয়স সীমা
উক্ত পদে আবেদন করতে, ০১.১১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।
মাসিক বেতন
এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১৬,০০০ টাকা।
চাকরির খবর- উচ্চমাধ্যমিক পাশে কলকাতা পুরনিগমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নিয়োগ পদ্ধতি
- একাডেমিক ক্ষেত্রে পাওয়া নম্বর
- টাইপিং টেস্ট
- MS-Excel টেস্ট
- ইন্টারভিউ
বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করুন।
আবেদন পদ্ধতি
Data Entry Operator পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আগামী ০৮.০৮.২০২৩ এর মধ্যে প্রার্থীদের https://food.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রথমে Recruitment অপশনে ক্লিক করতে হবে, তারপর ক্লিক করতে হবে One time Registration অপশনে এবং সবশেষে Apply online for DEO অপশনে ক্লিক করে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। প্রার্থীরা চাইলে নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করেও সরাসরি আবেদন জানাতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া শেষ করার পর, আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা নিজের মোবাইল কিংবা কম্পিউটার দিয়েও আবেদন জানাতে পারবেন। এছাড়াও যেকোনো অনলাইন ক্যাফেতে গিয়েও আবেদন জানানো যাবে।
আবেদন শুরু | ০৪.০৮.২০২৩ |
আবেদন শেষ | ০৮.০৮.২০২৩ |
গুরুত্বপূর্ণ লিঙ্ক