Eastern Command Hospital Recruitment 2023 Notification
Eastern Command Hospital Recruitment 2023 Notification: Command Hospital (EC) Alipore, Kolkata -এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। (DIRECT RECRUITMENT OF CIVILIAN GROUP ‘C’ IN AMC UNITS) এএমসি ইউনিটে সিভিলিয়ান গ্রুপ ‘সি’-এর সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Eastern Command Hospital Recruitment এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
Eastern Command Hospital Recruitment 2023 পদের নাম
(1) পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 2 অনুযায়ী 19,900 – 63,200 টাকা করে বেতন দেওয়া হবে।
(2) পদের নাম- সহায়িকা(Helper) পদে কর্মী
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।
(3) পদের নাম- কুক
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।এছাড়াও এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থী অবশ্যই রান্নার কাজে দক্ষ হতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।
(4) পদের নাম- সাফাইওয়ালা
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।
(5) পদের নাম- হেলথ ইনস্পেক্টর
শিক্ষাগত যোগ্যতা: শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়াও উক্ত কাজ সম্বন্ধে ধারণা থাকতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 4 অনুযায়ী 25,500 – 81,100 টাকা করে বেতন দেওয়া হবে।
(6) পদের নাম- ওয়াচম্যান
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।
(7) পদের নাম- চৌকিদার
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।
(8) পদের নাম- T/Mate
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও উক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।
(9) পদের নাম- বার্বার
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।
আরো পড়ুন- মাধ্যমিক পাশ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ও প্রতিটি BDO অফিসে কর্মী নিয়োগ
Eastern Command Hospital Recruitment 2023 চাকুরির স্থান
Command Hospital (EC) Alipore, Kolkata
Eastern Command Hospital Recruitment 2023 শূন্যপদ সংখ্যা
পদ অনুসারে ভিন্ন।
Eastern Command Hospital Recruitment 2023 আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করলে সেখানে আবেদনের ফরমটি পেয়ে যাবেন। সেটা ভালো করে প্রিন্ট আউট করে ফিলাপ করে এর সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে সেটি নিচের ঠিকানায় পাঠাতে হবে।
Eastern Command Hospital Recruitment 2023 বয়স
এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 বছরের বেশি। এছাড়াও রিজাভ ক্যাটাগরি চাকরিপ্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা ছাড় পাবেন। SC/ST চাকরিপ্রার্থীরা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন। OBC চাকরিপ্রার্থীরা অতিরিক্ত তিন বছর বয়সের ছাড় পাবেন। PWD জেনারেল চাকরিপ্রার্থীরা অতিরিক্ত 10 বছর বয়সের ছাড় পাবেন। PWD SC/ST চাকরিপ্রার্থীরা অতিরিক্ত 15 বছর বয়সের ছাড় পাবেন। PWD OBC চাকরিপ্রার্থীরা অতিরিক্ত 13 বছর বয়সের ছাড় পাবেন।
Eastern Command Hospital Recruitment 2023 নিয়োগ পদ্ধতি
এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে আপনার নিয়োগ হবে।
Eastern Command Hospital Recruitment 2023 আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন
1. মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বয়সের প্রমাণপত্র
2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
4. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড
5. পাসপোর্ট সাইজের ফটোকপি
Eastern Command Hospital Recruitment 2023 আবেদনপত্র পাঠানোর ঠিকানা
আপনাকে The Commandant , Command Hospital (EC) Alipore, Kolkata- 700027. ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে।
Eastern Command Hospital Recruitment 2023 আবেদনের শেষ তারিখ
30.05.2023 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করে দিতে হবে।
প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন