Department Of Defence Vacancies 2023 – দশম শ্রেণি পাশে প্রতিরক্ষামন্ত্রকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Department Of Defence Vacancies 2023 - দশম শ্রেণি পাশে প্রতিরক্ষামন্ত্রকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
Department Of Defence Vacancies 2023 - দশম শ্রেণি পাশে প্রতিরক্ষামন্ত্রকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। প্রতিরক্ষামন্ত্রক (Ministry of Defence Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে 5000-এর বেশি শূন্যপদে পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে প্রতিরক্ষামন্ত্রকের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

Department Of Defence Vacancies 2023

নিয়োগকারী সংস্থা:- yantra india limited

Workplace :- সমগ্র ভারত জুড়ে

Post Name : অ্যাপ্রেন্টিস পদ

Number Of Vacancy : 5 হাজারেরও বেশি

Apply Process : Online

Apply Date : 28 January 2023

Official Website : https://www.apprenticeship.gov.in/

Education Qualification :

এই পদের জন্য আবেদনকারীকে ক্লাস 10 পাশ করতে হবে এবং আবেদনকারীকে নুন্যতম 50 শতাংশ নম্বর নিয়ে অঙ্কে পাশ করতে হবেই। আইটিআই ক্যাটাগরিতে আবেদন করতে হলে আবেদনকারীকে ক্লাস 10 পাশ করতেই হবে। সেখানেও 50 শতাংশ অঙ্কে নম্বর থাকাটা বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন- নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ

Age Limit :
এই পদের জন্য আবেদনকারীর বয়স নুন্যতম 18 বছর হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় সরকারী নিয়মানুসারে।

Application Process :
আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.apprenticeship.gov.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র :

  1. বয়সের প্রমাণপত্র
  2. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  3. জাতিগত শংসাপত্র
  4. বসবাসের প্রমাণপত্র
  5. অভিজ্ঞতার শংসাপত্র
  6. নিজের সই করা ছবি

আরও বিশদে জনার জন‍্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here