Data Entry Operator Vacancy in Govt sector 2023 – 20000 টাকা বেতনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

Data Entry Operator Vacancy in Govt sector 2023 - 20000 টাকা বেতনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
Data Entry Operator Vacancy in Govt sector 2023 - 20000 টাকা বেতনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

চাকরির খবর সম্পর্কে আমাদের ব্লগ পোস্টে স্বাগতম! এখানে আমরা চাকরির বাজার সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং তথ্য শেয়ার করব। আপনি কীভাবে আপনার ক্যারিয়ারের সুযোগগুলিকে সর্বাধিক ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আমরা টিপস এবং পরামর্শ প্রদান করব। তাই নিয়মিত চেক করতে ভুলবেন না, কারণ আমরা আশা করি আপনি এখানে তথ্য উপযোগী পাবেন!

Data Entry Operator Vacancy in Govt sector 2023

Post Name- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)

Education Qualification- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাশ করে থাকতে হবে। সাথে কম্পিউটারে টাইপিং করার অভিজ্ঞতা এবং ইংরেজী ভাষায় ভালো জ্ঞান থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীদের যদি কোনো সরকারি বা বেসরকারি হসপিটালে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করার অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন।

Number Of Vacancy- টোটাল ১ টি শূন্যপদ রয়েছে।

Salary- উক্ত পদের প্রার্থীদের প্রতি মাসে ২০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

Also Readবন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি

Age Limit- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন।

Selection Process- প্রার্থীদের অ্যাকাডেমি নম্বর ও স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।

Application Fee- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

Also Read- রাজ‍্যে নতুন ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ

Apply Process- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। একটি Bio-Data তৈরি করে তার সাথে প্রয়োজনীয় নথি একত্রিত করে একটি মুখ বন্ধ খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় পোস্ট অফিস বা হাতে করে জমা দিয়ে আসতে হবে।

Address To Send Application FormDocument
The Director,- IPGME&R,- 244,- A.J.C. Bose Road,- Kolkata – 20.Bio-Data 1 Copy
All Educational Certificates
Aadhaar Card
Computer Certificate
Experience Certificate (in any)
Birth Proof
Any Others

Apply Date- আগামী ৩০ শে ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আরও বিশদে জানার জন‍্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন

সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here