Danger Building Worker Recruitment 2023 – কেন্দ্রীয় সরকারের নির্মাণ কারখানায় চাকরি

Danger Building Worker Recruitment 2023 - কেন্দ্রীয় সরকারের নির্মাণ কারখানায় চাকরি
Danger Building Worker Recruitment 2023 - কেন্দ্রীয় সরকারের নির্মাণ কারখানায় চাকরি

Danger Building Worker Recruitment 2023:কেন্দ্রীয় সরকারের নির্মাণ কারখানায় চাকরি এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। DBW Recruitment 2023 Notification এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

Danger Building Worker Recruitment 2023

Employment No.
Post NameDanger Building Worker

Danger Building Worker Recruitment 2023 আবেদন পদ্ধতি:

এই পদে চাকরির জন্য আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। অফলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অফিশিয়াল নোটিফিকেশনের নীচে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে একটি স্বচ্ছ A4 কাগজে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেই আবেদনপত্রটি সম্পূর্ণ বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে। অতঃপর পূরণ করা আবেদনপত্র সহ অন্যান্য গুরুত্তপূর্ণ কাগজপত্র একটি মুখবন্ধ খামে ভোরে সংস্থার নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

সংশ্লিষ্ট বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদ:

250 টি। (UR – 103 টি, OBC – 67 টি, SC – 37 টি, ST – 18 টি, EWS – 25 টি।)

মাসিক বেতন:

19,900 টাকা।

বয়সসীমা:

18 বছর থেকে 30 বছরের চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তপশিলী জাতিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের বিশেষ ছাড় রয়েছে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

The General Manager, Ordnance Factory Chanda, Chandrapur, Maharastra, 442501

আবেদনের শেষ তারিখ:

20 জুন, 2023।

Important Links

অফিসিয়াল নোটিশDownload
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here