চাকরির খবর সম্পর্কে আমাদের ব্লগ পোস্টে স্বাগতম! এখানে আমরা চাকরির বাজার সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং তথ্য শেয়ার করব। আপনি কীভাবে আপনার ক্যারিয়ারের সুযোগগুলিকে সর্বাধিক ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আমরা টিপস এবং পরামর্শ প্রদান করব। তাই নিয়মিত চেক করতে ভুলবেন না, কারণ আমরা আশা করি আপনি এখানে তথ্য উপযোগী পাবেন!
CRPF Recruitment 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। CRPF নতুন কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর কর্মী নিয়োগের আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। CRPF Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
CRPF Head Constable And ASI New Vacancy 2023
Post Name- হেড কনস্টেবল (Ministerial), অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (Steno)
Age Limit: উভয় পদের ক্ষেত্রে ২৫/০১/২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC/ST/OBC/Ex-Servicemen – প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
Application Fee: GEN/OBC/EWS – প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা আবেদন ফি লাগবে। তবে SC/ST/PwD/Female – প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। আবেদন ফি বাবদ টাকা অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমে জমা দিতে পারবেন।
Also Read– পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে গ্ৰুপ ডি পদের কর্মী নিয়োগ
Physical Mesaourment:
ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৫ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১৬২.৫ সেমি) এবং বুকের ছাতি ৭৬-৮২ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৭২-৭৮ সেমি) হতে হবে।
মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৫ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১৫০ সেমি) হবে হবে।
Application Process: আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে।
Apply Date: আগামী ৪ঠা জানুয়ারি ২০২৩ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আগামী ২৫শে জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Also Read- টাটা মেমোরিয়াল হসপিটালে গ্র্যাজুয়েশন পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ
- Post Name: হেড কনস্টেবল (Ministerial)
Education Qualification: যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং করার অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন।
Number Of Vacancy: উক্ত পদে মোট ১৩১৫ টি (GEN-532, OBC-355, EWS-132, SC-197, ST-99) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
Salary: প্রার্থীদের পে লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা বেতন দেওয়া হবে।
- Post Name: অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (Steno)
Education Qualification: যেকোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে উচ্চ-মাধ্যমিক পাশ এবং সাথে স্টেনোগ্রাফি টাইপিং করার অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন।
Number Of Vacancy: উক্ত পদে মোট ১৪৩ টি (GEN-58, OBC-39, EWS-14, SC-21, ST-11) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
Salary: প্রার্থীদের পে লেভেল ৫ অনুযায়ী ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকা বেতন দেওয়া হবে।
আরও বিশদে জনার জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন