ড্রাইভিং চাকরি সহ সিআরপিএফে মাধ্যমিক পাসে প্রচুর নিয়োগ – CRPF Driver Recruitment 2023
CRPF Driver Recruitment 2023 ড্রাইভিং চাকরি সহ সিআরপিএফ তথা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে কনস্টেবল (ট্রেডসম্যান/ টেকনিক্যাল) নিয়োগের 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে।
ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে-মেয়ে উভয়ই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। CRPF Constable Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
CRPF Recruitment 2023
পদের নাম-
কনস্টেবল (ট্রেডসম্যান / টেকনিক্যাল)।
আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
শুন্যপদ-
9,212টি (ছেলে- 9105 ও মেয়ে- 107)।
আবেদন মূল্য-
General / EWS / OBC প্রার্থীদের 100/- টাকা। SC / ST / Female / Ex-serviceman প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করলেই হবে।
মাসিক বেতন-
21,700/- টাকা থেকে 69,100/- টাকা পর্যন্ত।
বয়সসীমা-
1লা আগস্ট 2023 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি-
1. Computer Based Test
2. Physical Standard Test (PST)
3. Physical Efficiency Test (PET)
4. Trade Test
5. Document Verification
6. Medical Examination
:: গুরুত্বপূর্ণ তারিখ ::
#আবেদন প্রক্রিয়া শুরু – 27.03.2023
#আবেদন প্রক্রিয়া শেষ- 24.04.2023
আরও বিশদে জনার জন্য নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে।
:: গুরুত্বপূর্ণ লিঙ্ক ::
#অফিশিয়াল নোটিফিকেশন- ডাউনলোড
#অফিশিয়াল ওয়েবসাইট- https://crpf.gov.in/
#আরও পড়ুন- সরকারি চাকরির খবর