Coal India Limited Recruitment 2022- ভারত সরকারের অধীনস্থ কোল ইন্ডিয়া লিমিটেডের তরফে Coal India Limited Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। নর্দান কোলফিল্ডস লিমিটেডে Mining Sirdar এবং Surveyor পদে নিয়োগ করা হবে।
Coal India Limited Mining Sirdar Vacancy 2022 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
01/12/2022 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে। নীচে আবেদন করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে। Coal India Limited Surveyor Recruitment 2022 -এ ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে।
সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। নূন্যতম মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। Northern Coalfields Limited Recruitment 2022 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
- Mining Sirdar
- Surveyor
মোট শূন্যপদ-
- Mining Sirdar: 374 টি
- Surveyor: 31 টি
মাসিক বেতন-
- Mining Sirdar: 31,852/- টাকা
- Surveyor: 34,391/- টাকা
আবেদন শুরু- 01/12/2022
আবেদন শেষ- 22/12/2022
বয়সসীমা-
উক্ত পদগুলোতে আবেদনের জন্য 18 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
আবশ্যিক যোগ্যতা-
- এই পদগুলিতে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে।
- গ্যাস টেস্টিং সার্টিফিকেটগুলি থাকতে হবে।
- ফার্স্ট অ্যাসিড টেস্টিং সার্টিফিকেটগুলি থাকতে হবে।
- আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
নিয়োগ পদ্ধতি-
- লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
আবেদন মূল্য-
জেনারেল এবং ওবিসিদের জন্য 1180/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এসসি এবং এসটিদের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে।
- এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে।
- নিম্নে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন