CHO Recruitment 2023 West Bengal- এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে প্রতিটি ব্লকে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। CHO Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
CHO Recruitment 2023 West Bengal
Post Name : Community Health Officer (CHO)
Job Location : প্রার্থীদের পশ্চিমবঙ্গের নিজের এলাকার স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ করানো হবে।
Apply Date : 3রা জানুয়ারি 2023 তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং আগামী 15ই জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
Also Read- BSNL কর্মী নিয়োগের আবেদনের কিভাবে জেনে নিন
Education Qualification : পশ্চিমবঙ্গের যেকোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM/B.Sc Nursing/Post Basic B.Sc Nursing/CPCH – কোর্স পাশ করে থাকতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম রেজিষ্ট্রেশন থাকলে আবেদন করতে পারবেন। সাথে যদি স্থানীয় ভাষায় প্রদর্শিত ও কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন।
Number Of Vacancy : উক্ত পদে মোট 1100 টি (UR-572, SC-231, ST-66, OBC-(A)-110, OBC-(B)-77, PWD -44) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
Salary : প্রার্থীদের প্রতি মাসে 20,000/- টাকা বেতন দেওয়া হবে।
Also Read- মাধ্যমিক পাশে প্রচুর শূন্যপদে বন দপ্তরে চাকরি
Selection Process : আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা (85 নাম্বার) ও ইন্টারভিউয়ের (15 নাম্বার) মাধ্যমে নিয়োগ করানো হবে।
Application Fee : UR/OBC – প্রার্থীদের ক্ষেত্রে 100/- টাকা এবং SC/ST/PWD – প্রার্থীদের ক্ষেত্রে 50/- টাকা আবেদন ফি বাবদ অনলাইন পদ্ধতির মাধ্যমে জমা দিতে হবে।
Apply Process : আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
আরও বিশদে জনার জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন