CCL Recruitment 2023- কেন্দ্রীয় খনি দপ্তরে অর্থাৎ সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড (CCL) এপ্রেন্টিস নিয়োগের জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। CCL Recruitment 2023 Apply Online 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
CCL Recruitment 2023
Employment No. | CCL/ Apprentice Trg./ Notification/ 23-24/ 25 |
পদের নাম | Trade Apprentice, Fresher Apprentice |
CCL Recruitment 2023 বিস্তারিত বিবরণ
পদের নাম: Trade Apprentice
মোট শূন্যপদ: 536 টি।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ সহ NCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করা চাকরি প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক ভাতা:
7000 টাকা।
বয়সসীমা:
18 থেকে 27 বছর। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
আরও পড়ুন-
পদের নাম: Fresher Apprentice
মোট শূন্যপদ: ৭২ টি।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ সহ NCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করা চাকরি প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক ভাতা: ৬০০০ টাকা।
বয়সসীমা:
18 থেকে 22 বছর। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
আবেদনের শেষ তারিখ: 18 জুন, 2023।
নিয়োগের সময়সীমা:
নূন্যতম 1 বছর থেকে সর্বোচ্চ 2 বছরের জন্য।
CCL Recruitment 2023 আবেদন পদ্ধতি:
ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেদের রেজিস্ট্রেশান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর প্রার্থীদের প্রাপ্ত আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। এরপর ওয়েবসাইট প্রদত্ত ফরম্যাটে নিজেদের যাবতীয় তথ্য পূরণ করে ‘সাবমিট’ করতে হবে।
Important Links
অফিসিয়াল নোটিশ | Download |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |