মাধ্যমিক পাশে বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মী নিয়োগ

মাধ্যমিক পাশে বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মী নিয়োগ
মাধ্যমিক পাশে বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মী নিয়োগ

Border Road Organisation Recruitment 2023- এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেন্দ্রীয় সরকারের বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মী নিয়োগের আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। BRO Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

Border Road Organisation Recruitment 2023

Employment No- 04/2022

Post Name : Radio Mechanic, Operator Communication, Driver Mechanical Transport (OG), Vehicle Mechanic, MSW Driller, Mason, Painter, Mess Waiter

Number Of Vacancy : 567 টি।

Education Qualification : মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

Also Read- BSNL কর্মী নিয়োগের আবেদনের কিভাবে জেনে নিন

Age Limit : উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 বছর 25/ 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। অর্থাৎ SC/ ST প্রার্থীরা 5 বছর ও OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।

Apply Date : বিজ্ঞপ্তি প্রকাশের 45 দিনের মধ্যে আবেদন করতে হবে।

Application Fee : আবেদন ফি বাবদ GEN/ OBC/ EWS/ Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে 50/- টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Online -এর মাধ্যমে।

Apply Process : ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।

Also Read- মাধ্যমিক পাশে প্রচুর শূন্যপদে বন দপ্তরে চাকরি

Apply Process : প্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Commandant, BRO School & Centre, Dighi Camp, Pune- 411015

আরও বিশদে জনার জন‍্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন

সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here