Benefits Of Sarbangasana Best Method – সর্বাঙ্গাসন করার পদ্ধতি উপকারিতা

সর্বাঙ্গাসন করার পদ্ধতি উপকারিতা | Benefits Of Sarbangasana Method
সর্বাঙ্গাসন করার পদ্ধতি উপকারিতা | Benefits Of Sarbangasana Method

Benefits Of Sarbangasana: যোগা (Yoga) হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। শরীর, মন সুস্থ ও সবল রাখতে এবং রোগ মুক্তিতে যোগাসনের ভূমিকা আজ সুপ্রতিষ্ঠিত। এই প্রথা সারা বিশ্বে আজও প্রচলিত আছে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সর্বাঙ্গাসন করার পদ্ধতি (Benefits Of Sarbangasana)। সর্বাঙ্গাসন করার পদ্ধতি নিয়ে নিচে আলোচনা করা হল।

Benefits Of Sarbangasana Best Method – সর্বাঙ্গাসন করার পদ্ধতি উপকারিতা

সর্বাঙ্গাসন করার পদ্ধতি

প্রথমে চিৎ হয়ে দুই পা সোজা রেখে শুয়ে পড়ুন। হাত দুটো শরীরের দুপাশে রাখুন। এবার হাতের কনুই এর ওপর ভর দিয়ে জোড় পা সোজা অবস্থায় ওপরে তুলুন। দুহাত দিয়ে কোমরের কাছে ধরে রাখুন যেমন কোনো গাছকে ঠেস দিয়ে রাখা হয় তেমনি করে। থুতনি গলার কাছে লেগে থাকবে। মাথা, ঘাড়, কাঁধ মাটিতে লেগে থাকবে (ঠিক ছবির মতো)।


সর্বাঙ্গাসন এর ছবি
Benefits Of Sarbangasana

দম স্বাভাবিক রেখে এ ভঙ্গিমায় ১০ থেকে ১৫ সেকেন্ড অবস্থান করুন। বিশ্রাম নিয়ে তিন থেকে চার বার করতে পারেন। ধীরে ধীরে অভ্যাস হয়ে গেলে এক সাথে এক থেকে তিন মিনিটও এ ভঙ্গিমায় অবস্থান করতে পারেন।

আরও পড়ুন- উষ্ট্রাসন করার পদ্ধতি উপকারিতা

এ আসনটিতে শরীরের সর্ব অঙ্গের ব্যায়াম হয় বলে একে সর্বাঙ্গাসন বলা হয়। ইচ্ছে করলে প্রথম দিকে দেয়ালে ঠেস দিয়ে করতে পারেন। অথবা কাউকে দিয়ে ধরে রেখেও করতে পারেন।

সর্বাঙ্গাসন করার উপকারিতা

1. এ আসনটি যৌবনকে দীর্ঘ দিন ধরে রাখতে সাহায্য করে।

2. শরীরের থাইরয়েড, প্যারাথাইরয়েড ও টনসিল প্রভৃতিতে প্রচুর রক্ত চলাচল হয়ে সতেজ ও সুস্থ রাখে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে হরমোন নিঃসৃত হয় তা সঠিকভাবে নিঃসৃত হওয়ার সুযোগ পায়।

3. কৈশোর থেকে যৌবনে পদার্পণকালে পিটুইটারি গ্রন্থির ভূমিকা গুরুত্বপূর্ণ। পিটুইটারি গ্রন্থির সক্রিয়তায় নারীর দেহে যৌবনাগমন ঘটে ও দেহকে সুন্দর করে গড়ে তোলে।

4. কোষ্ঠকাঠিন্য, রেট্রোভারটেড ইউটেরাস, অর্শ প্রভৃতি রোগে যারা ভুগছেন তাদের জন্যে এ আসন অত্যন্ত উপকারী।

5. এ আসন নিয়মিত চর্চায় স্থানচ্যুত জরায়ু যথাস্থানে ফিরে আসে।

আরও পড়ুন- অর্ধশলভাসন করার পদ্ধতি উপকারিতা

বি.দ্র. : যারা হার্টের রোগে ভুগছেন এবং যেসব ছেলে-মেয়ের বয়স ১২ বছরের কম তাদের এ আসনটি করা উচিত নয় । সর্বাঙ্গাসনের পর মৎস্যাসন অবশ্যই করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here