প্রিয় বন্ধুরা,,
তোমাদের জন্যে একটি সুখবর নিয়ে এসেছি । তোমরা হয়তো অনেকে শুনেছ এখন ব্যাংকে প্রচুর পরিমানে কর্মী নিয়োগ চলছে। হ্যাঁ আমি তারই বিস্তারত অংশ আলোচনা করবো তোমাদের সাথে আজকে।
তোমাদের জানাতে চাই যে ১লা এপ্রিল থেকে ইন্টারভিউ চলছে Axis Bank -এ কর্মী নিয়োগের জন্যে। তাই তোমাদের কারোর যদি ব্যাংকে কাজ করার স্বপ্ন থাকে তাহলে দেরি না করে কি ভাবে ইন্টারভিউ দেবে? কি কি করতে হবে সেটা জেনে নাও। আরো জানাতে চাই তোমাদেরকে, যে -এই চাকরি টি যে জার নিজের এলাকায় করতে পারবে। সুতরাং বন্ধুরা আর দেরি না করে জেনে নাও তোমাদের কে এই ইন্টারভিউ টি করে দিতে হবে?
Axis ব্যাঙ্কে কর্মী নিয়োগ ২০২৩ – Axis Bank Recruitment 2023
নীচে এই পদে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হয়েছে–
👇👇👇
Axis ব্যাঙ্কে কর্মী নিয়োগ উচ্চ মাধ্যমিক পাশে (২০২৩)
পদের নাম:
ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ।
বেতন:
মাসিক বেতন ১৬,৫০০/- টাকা থেকে ২২,৯০০/- টাকা পর্যন্ত।
বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য ১৮ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
আবেদন পদ্ধতি:
প্রার্থীকে একটি সুন্দর বায়োডাটা প্রস্তুত করতে হবে এবং সেই বায়োডাটা নিচে দেওয়া HR এর Email বা WhatsApp এ পাঠাতে হবে।
Email: sips.nihrom@gmail.com
নিয়োগ পদ্ধতি:
প্রার্থীদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এমনটাই জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, ইন্টারভিউর দিন নিচে উল্লেখিত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউর কিছু জরুরি বার্তা:
আরও দেখুন- হালদিয়াতে ইন্ডিয়ান ওয়েল কোম্পানিতে মোটা বেতনের প্রচুর কর্মী নিয়োগ
ইন্টারভিউর সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ইন্টারভিউর ড্রেস কোড হবে ভারতীয় ফর্মাল পোশাক (জিন্স পড়ে ভিতরে ঢুকতে দেওয়া হবে না)।
ইন্টারভিউর দিন কী কী প্রয়োজনীয়:
- বায়োডাটা
- পাসপোর্ট সাইজের ছবি
- আপনারা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র (এডমিট বা মার্কশিট)
- প্রমাণ পত্র (আধার বা ভোটার কার্ড)
কাজের ভূমিকা ও দায়িত্ব:
ব্যাক অফিসের দায়িত্ব, শাখার কাজ, কোর ব্যাংকিং সেগমেন্ট (Back Office Corporate Department)।
চাকরির ধরন:
স্থায়ী/ রেগুলার। এছাড়াও কাজের ভিত্তিতে ৬-৯ মাসের মধ্যে প্রোমোশনের দেওয়া হয়ে থাকে।
সুবিধা:
- সেল ফোনের প্রতিদান
- স্বাস্থ্য বীমা
- জীবনবীমা
- তহবিল
সময়সূচী– দিনের শিফট
সম্পূরক বেতন– কাজের নিপুনতার পুরস্কার, বার্ষিক বোনাস