Assam Rifles Recruitment 2023 – কেন্দ্র সরকারের চাকরির খবর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে অসম রাইফেলসে নিয়োগ

Assam Rifles Recruitment 2023 - কেন্দ্র সরকারের চাকরির খবর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে অসম রাইফেলসে নিয়োগ
Assam Rifles Recruitment 2023 - কেন্দ্র সরকারের চাকরির খবর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে অসম রাইফেলসে নিয়োগ

অসম রাইফেলসে (Assam Rifles Recruitment 2023)- আপনার জন্য নিয়ে এসেছে টেকনিক্যাল এবং ট্রেডসম্যান সহ একাধিক শূন্যপদে পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে অসম রাইফেলসের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন। (chakrir khabar) Assam Rifles Recruitment 2023.

Assam Rifles Recruitment 2023 – কেন্দ্র সরকারের চাকরির খবর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে অসম রাইফেলসে নিয়োগ

নিয়োগকারী সংস্থা:- Assam Rifles.

পদের নাম:- টেকনিক্যাল এবং ট্রেডসম্যান পদের জন্য নিয়োগ করা হবে।

আবেদনের মাধ্যম:- Online -এ আবেদন করতে হবে।

আবেদন শুরুর তারিখ:- আবেদন প্রক্রিয়া চলছে।

আবেদন শেষের তারিখ:- ১৯ মার্চ ২০২৩

বিজ্ঞপ্তি পড়ার লিংক:- https://www.assamrifles.gov.in//DOCS/NEWS//126dt15feb.pdf

অফিসিয়াল ওয়েবসাইট:- https://www.assamrifles.gov.in/

শূন্যপদের সংখ্যা– ৬১৬ টি

শিক্ষাগত যোগ্যতা:- এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীকে নুন্যতম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।

বয়সসীমা:- ১৮ – ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

আরও পড়ুন- 1049 টি শূন্যপদে LIC মোটা বেতনে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-

আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-

  • লেখা পরীক্ষা
  • ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট
  • মেডিক্যাল টেস্ট
  • Document Verification (DV)
  • Interview

আবেদন পদ্ধতি:- আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.assamrifles.gov.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র:-

  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র
  • বসবাসের প্রমাণপত্র
  • অভিজ্ঞতার শংসাপত্র
  • নিজের সই করা ছবি

অনলাইনের আবেদন করার পদ্ধতি:-

  • প্রথমে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করতে হবে।
  • অনলাইনে রেজিস্ট্রেশন তথা লগইন এর ডাইরেক্ট লিংকে ক্লিক করতে হবে।
  • Registration এর সময় নিজের যাবতীয় বিভিন্ন তথ্য সঙ্গে রাখবেন।
  • এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম তথা বাবা এবং মায়ের নাম, জন্ম তারিখ, জেন্ডার সঙ্গে নিজের একটি বৈধ এবং মোবাইল নম্বর এবং ইমেল আইডি সমস্ত কিছু নির্ভুলভাবে দিতে হবে।
  • রেজিস্ট্রেশন শেষে একটি এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড পাবেন যেগুলি অবশ্যই নোট করে রাখবেন। যেটি পুনরায় লগইন করার জন্য লাগবে।
  • সব শেষে যাদের আবেদন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করুন।

আরও বিশদে জনার জন‍্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন

সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here