Army Public School Teacher Vacancy 2023 – আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ

Army Public School Teacher Vacancy 2023 - আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ
Army Public School Teacher Vacancy 2023 - আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ

চাকরির খবর সম্পর্কে আমাদের ব্লগ পোস্টে স্বাগতম! এখানে আমরা চাকরির বাজার সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং তথ্য শেয়ার করব। আপনি কীভাবে আপনার ক্যারিয়ারের সুযোগগুলিকে সর্বাধিক ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আমরা টিপস এবং পরামর্শ প্রদান করব। তাই নিয়মিত চেক করতে ভুলবেন না, কারণ আমরা আশা করি আপনি এখানে তথ্য উপযোগী পাবেন!

Army Public School Teacher Vacancy 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর্মি পাবলিক স্কুলে কর্মী নিয়োগের আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। Army Public School Recruitment 2023 Notification এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

Army Public School Teacher Vacancy 2023

Post Name– Teacher (PGT/ TGT/ PRT)

Number Of Vacancy- 63

Also Read63200 টাকা বেতনে ফায়ারম‍্যান সহ বিভিন্ন পদে নতুন নিয়োগ

Apply Process : ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

Apply Date : আগামী 30শে জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Education Qualification– PGT পদের ক্ষেত্রে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে Master Degree সহ ৫০ শতাংশ নম্বর নিয়ে B.Ed পাশ করে থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

TGT পদের ক্ষেত্রে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে Bachelor’s Degree সহ ৫০ শতাংশ নম্বর নিয়ে B.Ed পাশ করে থাকতে হবে সঙ্গে CTET/ TET পাশ করে থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

Also Read- টাটা মেমোরিয়াল হসপিটালে গ্র্যাজুয়েশন পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ

PRT পদের ক্ষেত্রে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে Graduation সহ ৫০ শতাংশ নম্বর নিয়ে D.EI.Ed/ B.Ed/ B.EI.Ed পাশ করে থাকতে হবে সঙ্গে CTET/ TET পাশ করে থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

Application Fee– আবেদন ফি বাবদ সবার জন্য 100/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা– To the Principal, Army Public School Bolarum, JJ Nagar Post, Secunderabad- 500087.

আরও বিশদে জনার জন‍্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন

সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here