Army Public School Recruitment 2023 Notification PDF

Army Public School Recruitment 2022 Notification PDF
Army Public School Recruitment 2022 Notification PDF

Army Public School Recruitment 2023 Notification PDF: আপনি কি নতুন চাকরির সুযোগ খুঁজছেন? সব সর্বশেষ চাকরির খবরের জন্য আমাদের সাম্প্রতিক ব্লগ পোস্ট দেখুন! এতে, আপনি এন্ট্রি-লেভেল থেকে উচ্চ-স্তরের পদ পর্যন্ত বিভিন্ন কাজের তথ্য পাবেন। আমরা সহজ ফিল্টারগুলিও অন্তর্ভুক্ত করেছি যাতে আপনি সহজেই আপনার জন্য সঠিক কাজটি খুঁজে পেতে পারেন। তাহলে কেন অপেক্ষা করবেন? আজ আপনার অনুসন্ধান শুরু করুন!

Army Public School Recruitment 2023 Notification PDF – এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। Army Public School Recruitment 2023 Notification PDF এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

Army Public School Recruitment 2023 Notification PDF

পদের নাম- Post Graduate Teacher (PGT)/ Trained Graduate Teacher (TGT)/ Primary Teacher (PRT)

যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলো হলো- English, Physics, Chemistry, Mathematics, Physical Education, Accountency, Political science, Music সহ বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে Graduation/ B.Ed/ D.E.Ed/ MA/PG করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর থেকে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- Special Educator

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান গ্র্যাজুয়েশন পাশ সহ স্পেশাল এডুকেশনে বিএড করা থাকলে আবেদন করতে পারবেন।

পদের নাম- Counsellor

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান ফিলোজফিতে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ সবার জন্য ১০০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Principal, Army Public School Ahmednagar, C/o AC Centre And School, Ahmednagar- 414002.

আবেদনের শেষ তারিখ- ১০ জানুয়ারি, ২০২৩

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন

সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here