AIESL Recruitment 2023 – এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডনিয়োগ

AIESL Recruitment 2023 - এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডনিয়োগ
AIESL Recruitment 2023 - এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডনিয়োগ

AIESL Recruitment 2023: এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড (AIESL) এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। AIESL Recruitment 2023 Notification এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

AIESL Recruitment 2023

Employment No.AIESL/WR-HR/2023/2
Post NameAircraft Technician (A&C), Aircraft Technician (Avionics)

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড আবেদন পদ্ধতি:

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে (www.aiesl.in) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

AIESL Recruitment আবেদনের শেষ তারিখ:

29 মে, 2023।

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগের পদ গুলির বিস্তারিত বিবরণ

পদের নাম – Aircraft Technician (A&C)

মোট শূন্যপদ – 100 টি।

শিক্ষাগত যোগ্যতা – Mechanical/ Aeronautical অথবা ৩ বছরের Diploma in Engineering কোর্স করা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম – Aircraft Technician (Avionics)

মোট শূন্যপদ – 40 টি।

শিক্ষাগত যোগ্যতা – Electrical / Electronics/ Telecommunication/ Radio/ Instrumentation Engineering অথবা ৩ বছরের Diploma in Engineering কোর্স করা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

AIESL Recruitment বয়সসীমা

General/ EWS প্রার্থীদের জন্য 35 বছর। OBC প্রার্থীদের জন্য 38 বছর। SC/ ST প্রার্থীদের জন্য 40 বছর।

AIESL Recruitment মাসিক বেতন

উপরিউক্ত দুইটি পদের মাসিক বেতন 25,000 টাকা।

Important Links

অফিসিয়াল নোটিশDownload
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here