7th Pay Commission On Recruitment 2023
7th Pay Commission On Recruitment 2023 – কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশনের কর্মী নিয়োগ: সপ্তম বেতন কমিশনের অফিসে কর্মী নিয়োগ -এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সপ্তম বেতন কমিশনের অন্তর্গত প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 7th Pay Commission On Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
7th Pay Commission On Recruitment মোট শূন্যপদের সংখ্যা
মোট শূন্য পদ রয়েছে ৪৭১০ টি। এর মধ্যে গ্রেড ২, ৩ ও ৪ অন্তর্ভুক্ত।
গ্রেড-২ তে শূন্যপদ: ৩৫
গ্রেড-৩ তে শূন্যপদ: ২৫২১
গ্রেড-৪ তে শূন্যপদ: ২১৫৪ টি
আরও পড়ুন: মাধ্যমিক পাশ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ও প্রতিটি BDO অফিসে কর্মী নিয়োগ
7th Pay Commission On Recruitment শিক্ষাগত যোগ্যতা
অষ্টম ও দশম শ্রেণি পাশ করলেই এই পদে আবদেন করা যাবে।
7th Pay Commission On Recruitment বয়সসীমা
১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলেই এই পদগুলিতে আবেদন করা যাবে। কেন্দ্রের সংরক্ষণের নিয়ম অনুযায়ী তফশিলি জনজাতি ও উপজাতিরা বয়সসীমায় ছাড় পাবে।
7th Pay Commission On Recruitment আবেদনের ফি
এই পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীকে কোনও ফি দিতে হবে না।
7th Pay Commission On Recruitment আবেদনের পদ্ধতি
অনলাইনেই আবেদন করা যাবে। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট: fci.gov.in
7th Pay Commission On Recruitment বেতন
সপ্তম পে কমিশনের ভিত্তিতে বেতন মিলবে এই শূন্যপদে নিয়োজিত চাকরি প্রার্থীদের।
7th Pay Commission On Recruitment নির্বাচন পদ্ধতি
বিভিন্ন পদে নিয়োগের জন্য শারীরিক দক্ষতা, লিখিত পরীক্ষা, মেডিকেল পরীক্ষা দিতে হবে। সব পরীক্ষায় উত্তীর্ণ হলে যাবতীয় নথিপত্র যাচাই করে তবে নিয়োগ দেওয়া হবে।
প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন